১. ইকথায়োলজি-মাছ সম্পর্কিত বিদ্যা।
২. অ্যান্থ্রোপোলজি-মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিদ্যা।
৩. ফাইকোলজি-শৈবাল সম্পর্কিত বিদ্যা।
৪. মাইকোলজি-ছত্রাক সম্পর্কিত বিদ্যা।
৫. আর্কিওলজি-প্রত্নতত্ত্ব বিদ্যা।
৬. অরনিথোলজি-পাথি সম্পর্কিত বিদ্যা।
৭. জেনেটিক্স-জীনতত্ত্ব ও বংশগতি সম্পর্কিত বিদ্যা।
৮. ইথোলজি-আচারণ সম্পর্কিত বিদ্যা।
৯. ইভোলিউশন-বিবর্তন ও অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যা।
১০. অস্টিওলজি-হাড় বিষয়ক বিদ্যা।
১১. নিউরোলজি-স্নায়ু সম্পর্কিত চিকিৎসা বিদ্যা।
১২. পমোলজি-ফলগাছ চাষাবাদ বিদ্যা।
১৩. নেফ্রোলজি-রেচন সম্পর্কিত চিকিৎসা বিদ্যা।
১৪. জিওলজি-ভূতত্ত্ববিদ্যা।
১৫. হাইড্রোলজি-ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানি সম্পর্কিত বিদ্যা।
১৬. টক্সিকোলজি-বিষ বিষয়ক বিদ্যা।
১৭.ইকোলজি-বাস্তুসংস্থান বিদ্যা।
১৮. হেলমিনথোলজি-কৃমি সম্পর্কিত বিদ্যা।
১৯. মাইক্রোবায়োলজি-অনুজীব বিষয়ক বিদ্যা।
২০. এমব্রায়োলজি-ভ্রুণ সম্পর্কিত বিদ্যা।
২১. হারপেটোলজি-উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা।
২২. এপিকালচার-মৌমাছি চাষ বিদ্যা।
২৩. ফ্রগ কালচার-ব্যাঙচাষ বিদ্যা।
২৪. হর্টিকালচার-উদ্যানপালন বিদ্যা।
২৫. অ্যানিমেল হ্যাজবান্ডরি-গবাদিপশু পালন বিদ্যা।
২৬. পোলটি ফার্মিং-হাঁস মুরগী পালন বিদ্যা।
২৭. পেডিয়াট্রিক্স-শিশুদের চিকিৎসা বিদ্যা।
২৮. এভিকালচার-পাখিপালন বিদ্যা।
২৯. সেরিকালচার-রেশমচাষ বিদ্যা।
৩০. প্রনকালচার-চিংড়িচাষ বিদ্যা।
৩১. পার্ল কালচার-মুক্তাচাষ বিদ্যা
৩২. পিসিকালচার-মৎস্যচাষ বিদ্যা।