ড. মোহাম্মদ আমীন
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/১০
অনুর্বরউর্বর।
অনুলোমপ্রতিলোম, বিলো, প্রতিকুল (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়।)।
অনৃজুঋজু, সরল, সাধাসিধে, সদাচার, সুপথগামী।
অনৃণঋণযুক্ত, ঋণী।
অনৃতঋত।
অনেক কম
অনৈক্যঐক্য।
অনোচিতযুক্ত, ন্যায়।
অনৌচিত্যঔচিত্য, যুক্ততা, ন্যায্যত্ব (অন্যসব অর্থে প্রযোজ্য নয়)।
অনৌদার্য্যঔদার্য্য, উদারভাব।
অনৌদ্ধত্যঔদ্ধত্য।
অন্তরঙ্গ Ñবহিরঙ্গ
অন্তরÑ বাহির
অন্তর্মুখী বহির্মুখী
অন্তর্জগৎ বহির্জগৎ
অন্ত্য আদ্য
অন্দরবাহির।
অন্ধকারআলো, প্রফুল্লভাব, আনন্দভাব, সতেজতা, আলোকময, আলোকজ্বল (গৃহ), অবিষণ্ন, প্রফুল্ল (বদন), উদ্বেগহীন, উজ্জ্বল।
অন্যঅভিন্ন, এক, অদ্বিতীয়, স্ব, অনধিক, সদৃশ, বহু (অন্যান্য অর্থে প্রযোজন্য হবে না)।
অন্যমনাএকাগ্রমনা।
অন্যায়ন্যায়, যুক্তি, সঙ্গতি, উচিত, বিচার, নিরপরাধ (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়)।
অন্বর্থঅযথার্থ, অসার্থক।
অন্বয় অনন্বয়।
অপকরণউপকার, সদাচরণ, অহিংসন।
অপকর্ষউৎকর্ষ, বৃদ্ধি, অক্ষয় (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়)।
অপকারউপকার।
অপকৃষ্টউৎকৃষ্ট।
অপক্কপক্ক, পাকযুক্ত, পাকা (ফল), সিদ্ধ, আম (তণ্ডুলাদি), জীর্ণ (খাদ্য), পরিণত, পূর্ণ, পুষ্ট, কৃতার্থ, বিবেক। বাংলায়কুশল, শুভ।
অপঘাতস্বাভাবিক।
অপচয়উপচয়, সঞ্চয়। বাংলায়শিষ্টভাব, সুপ্রবৃত্তি, সদাচরণ।
অপচিতউপচিত, জমা, বেশি।
অপচেষ্টাসার্থকচেষ্টা, সার্থক যত্ন।
অপজানজন্ম।
অপটুপটু, কুশল, ভাল [অন্যান্য অর্থে প্রযোজ্য নয়]।
অপথপথ, পন্থা, প্রশস্তপথ, উৎকৃষ্টপথ, সুপথ।
অপথ্যপথ্য, সুভোজন, হিতাচার, সদনুষ্ঠান, সুক্রিয়া।
অপদপদযুক্ত, চরণ, স্থানযুক্ত, উৎকৃষ্ট স্থান, যোগ্য বিষয় (অন্যান্য অর্থে প্রযোজ্য হবে না)।
অপদার্থপদার্থ, দ্রব্য, বস্তু, মনুষ্যপদবাচ্য, মনুষ্যত্বযুক্ত, সার, যোগ্য অপদেবতাদেবতা।
অপদোষ দোষ।