বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/১০ 

ড. মোহাম্মদ আমীন

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/১০ 

অনুর্বরউর্বর।
অনুলোমপ্রতিলোম, বিলো, প্রতিকুল (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়।)।
অনৃজুঋজু, সরল, সাধাসিধে, সদাচার, সুপথগামী।
অনৃণঋণযুক্ত, ঋণী।
অনৃতঋত।

অনেক  কম
অনৈক্যঐক্য।
অনোচিতযুক্ত, ন্যায়।
অনৌচিত্যঔচিত্য, যুক্ততা, ন্যায্যত্ব (অন্যসব অর্থে প্রযোজ্য নয়)।
অনৌদার্য্যঔদার্য্য, উদারভাব।

অনৌদ্ধত্যঔদ্ধত্য।
অন্তরঙ্গ Ñবহিরঙ্গ
অন্তরÑ বাহির
অন্তর্মুখী  বহির্মুখী
অন্তর্জগৎ  বহির্জগৎ

অন্ত্য  আদ্য
অন্দরবাহির।
অন্ধকারআলো, প্রফুল্লভাব, আনন্দভাব, সতেজতা, আলোকময, আলোকজ্বল (গৃহ), অবিষণ্ন, প্রফুল্ল (বদন), উদ্বেগহীন, উজ্জ্বল।
অন্যঅভিন্ন, এক, অদ্বিতীয়, স্ব, অনধিক, সদৃশ, বহু (অন্যান্য অর্থে প্রযোজন্য হবে না)।
অন্যমনাএকাগ্রমনা।

অন্যায়ন্যায়, যুক্তি, সঙ্গতি, উচিত, বিচার, নিরপরাধ (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়)।
অন্বর্থঅযথার্থ, অসার্থক।
অন্বয়  অনন্বয়।
অপকরণউপকার, সদাচরণ, অহিংসন।
অপকর্ষউৎকর্ষ, বৃদ্ধি, অক্ষয় (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়)।

অপকারউপকার।
অপকৃষ্টউৎকৃষ্ট।
অপক্কপক্ক, পাকযুক্ত, পাকা (ফল), সিদ্ধ, আম (তণ্ডুলাদি), জীর্ণ (খাদ্য), পরিণত, পূর্ণ, পুষ্ট, কৃতার্থ, বিবেক। বাংলায়কুশল, শুভ।
অপঘাতস্বাভাবিক।
অপচয়উপচয়, সঞ্চয়। বাংলায়শিষ্টভাব, সুপ্রবৃত্তি, সদাচরণ।

অপচিতউপচিত, জমা, বেশি।
অপচেষ্টাসার্থকচেষ্টা, সার্থক যত্ন।
অপজানজন্ম।
অপটুপটু, কুশল, ভাল [অন্যান্য অর্থে প্রযোজ্য নয়]।
অপথপথ, পন্থা, প্রশস্তপথ, উৎকৃষ্টপথ, সুপথ।

অপথ্যপথ্য, সুভোজন, হিতাচার, সদনুষ্ঠান, সুক্রিয়া।
অপদপদযুক্ত, চরণ, স্থানযুক্ত, উৎকৃষ্ট স্থান, যোগ্য বিষয় (অন্যান্য অর্থে প্রযোজ্য হবে না)।
অপদার্থপদার্থ, দ্রব্য, বস্তু, মনুষ্যপদবাচ্য, মনুষ্যত্বযুক্ত, সার, যোগ্য অপদেবতাদেবতা।
অপদোষ দোষ।


Language
error: Content is protected !!