বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/১১

ড. মোহাম্মদ আমীন

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/১১

অপদ্রব্যদ্রব্য।
অপধূমধুমযুক্ত, সধুম।
অপধ্বংসসৃষ্টি, উত্থান, প্রশংসিত, গৃহীত, ধর্মজ্ঞানযুক্ত, সৎব্যক্তি।
অপবাদপ্রশংসা, গ্রহণ, অবিশ্বাস, অপ্রণয়, উৎসর্গ, অবাধক। অপবিত্রপবিত্র, শুচি।

অপরাজিতপরাজিত, পরাভূত।
অপরাধÑ নিরাপরাধ
অপরিচিতপরিচিত, জ্ঞাত, চেনা।
অপরিপক্কপরিপক্ক, পূর্ণ, পাকা।
অর্পণÑ গ্রহণ।

অপূর্ণপূর্ণ, সফল, সমগ্র।
অপ্রকটপ্রকট, প্রকাশ, ব্যক্ত।
অপ্রতিভ Ñ সপ্রতিভ
অপ্রতিরূপপ্রতিরূপ, সদৃশ।
অবকাশ Ñ অনবকাশ।

অবতরণÑ আরোহণ, উত্তরণ।
অবনত  উন্নত
অবনতিÑ উন্নতি
অবসর  অনবসর
অবহিত  অনবহিত

অবিচক্ষণবিচক্ষণ, পণ্ডিত, জ্ঞানী, পটু।
অবিরল  বিরল।
অবিশুদ্ধবিশুদ্ধ, নির্মল, শুদ্ধ।
অবেভারভদ্র আচরণ, শিষ্টাচার।
অবোধবোধ, জ্ঞান, বুদ্ধি।

অব্যক্তব্যক্ত, পরিস্ফুট, স্পষ্ট।
অব্যবহৃতব্যবহৃত, প্রয়োগ, প্রযুক্ত।
অর্বাচীন  প্রাচীন
অভগ্নভগ্ন, প্রতিবন্ধ।
অভদ্রভদ্র, মঙ্গল, শুভ, হিতকর।

অভয়ঙ্করভয়ঙ্কর, ভয়যুক্ত।
অভরসাভরসা, আশা।
অভাগভাগ।
অভিজ্ঞ  অনভিজ্ঞ।
অভিপ্রেত  অনভিপ্রেত।

অভীতভীত, শঙ্কিত।
অভূতিভূতি, সত্তা।
অভেদ ভেদ, বিশেষ, বিভক্ত, খণ্ড।
অভোগ্য ভোগ্য, ভোগযোগ্য।
অভোজন ভোজন, ভোগ্য।


Language
error: Content is protected !!