ড. মোহাম্মদ আমীন
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/১১
অপদ্রব্যদ্রব্য।
অপধূমধুমযুক্ত, সধুম।
অপধ্বংসসৃষ্টি, উত্থান, প্রশংসিত, গৃহীত, ধর্মজ্ঞানযুক্ত, সৎব্যক্তি।
অপবাদপ্রশংসা, গ্রহণ, অবিশ্বাস, অপ্রণয়, উৎসর্গ, অবাধক। অপবিত্রপবিত্র, শুচি।
অপরাজিতপরাজিত, পরাভূত।
অপরাধÑ নিরাপরাধ
অপরিচিতপরিচিত, জ্ঞাত, চেনা।
অপরিপক্কপরিপক্ক, পূর্ণ, পাকা।
অর্পণÑ গ্রহণ।
অপূর্ণপূর্ণ, সফল, সমগ্র।
অপ্রকটপ্রকট, প্রকাশ, ব্যক্ত।
অপ্রতিভ Ñ সপ্রতিভ
অপ্রতিরূপপ্রতিরূপ, সদৃশ।
অবকাশ Ñ অনবকাশ।
অবতরণÑ আরোহণ, উত্তরণ।
অবনত উন্নত
অবনতিÑ উন্নতি
অবসর অনবসর
অবহিত অনবহিত
অবিচক্ষণবিচক্ষণ, পণ্ডিত, জ্ঞানী, পটু।
অবিরল বিরল।
অবিশুদ্ধবিশুদ্ধ, নির্মল, শুদ্ধ।
অবেভারভদ্র আচরণ, শিষ্টাচার।
অবোধবোধ, জ্ঞান, বুদ্ধি।
অব্যক্তব্যক্ত, পরিস্ফুট, স্পষ্ট।
অব্যবহৃতব্যবহৃত, প্রয়োগ, প্রযুক্ত।
অর্বাচীন প্রাচীন
অভগ্নভগ্ন, প্রতিবন্ধ।
অভদ্রভদ্র, মঙ্গল, শুভ, হিতকর।
অভয়ঙ্করভয়ঙ্কর, ভয়যুক্ত।
অভরসাভরসা, আশা।
অভাগভাগ।
অভিজ্ঞ অনভিজ্ঞ।
অভিপ্রেত অনভিপ্রেত।
অভীতভীত, শঙ্কিত।
অভূতিভূতি, সত্তা।
অভেদ ভেদ, বিশেষ, বিভক্ত, খণ্ড।
অভোগ্য ভোগ্য, ভোগযোগ্য।
অভোজন ভোজন, ভোগ্য।