ড. মোহাম্মদ আমীন
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/১২
অভোজ্য ভোজ্য, খাদ্য, ভক্ষ্য।
অভ্যাস অনভ্যাস।
অভ্যস্ত Ñ অনভ্যস্ত।
অমঙ্গলমঙ্গল, কল্যাণ, শুভ।
অমর মরণশীল।
অমলিনমলিন, অবিশুদ্ধ।
অমানুষিকমানুষিক, লৌকিক।
অমান্যমান্য, সম্মান।
অমর্জ্জিতমর্জ্জিত, পরিস্কৃত, সংস্কৃত।
অমিলমিল, সুলভ।
অমৃতÑ গরল
অম্ল Ñ মধুর
অম্লানম্লান, পর্যুষিত, শুল্ক।
অযোগ্য যোগ্য, উপযুক্ত।
অরসসরস, স্বাদযুক্ত।
অরিক্তরিক্ত, শূন্য।
অর্দ্ধমাসপূর্ণমাস, সম্পূর্ণমাস।
অর্দ্ধরাত্রপূর্ণরাত্র।
অলঙ্কার নিরলঙ্কার।
অলসÑ পরিশ্রমী
অল্প বিস্তর।
অল্পপ্রাণÑ মহাপ্রাণ।
অশান্তিÑ শান্তি
অশিষ্টশিষ্ট, ভদ্র, সাধু।
অশুচিশুচি, পবিত্র।
অশুদ্ধশুদ্ধ,শুচি, পবিত্র।
অশুভশুভ, মঙ্গল, কল্যাণ।
অশুশ্রুষাশুশ্রুষা।
অশুষ্কশুষ্ক, নিরস।
অশূন্যশূন্য, অপূর্ণ।
অসংস্কারসংস্কার, পরিষ্কৃত।
অসঙ্কল্পিতসঙ্কল্পিত, চিন্তিত।
অসঙ্কুচিতসঙ্কুচিত, লজ্জিত, কুণ্ঠিত।
অসদৃশসদৃশ, তুল্য।
অসম্ভাবসম্ভাব, সত্তা, প্রণয়।
অসন্তুষ্টসন্তুষ্ট, প্রীতি, তৃপ্তি।
অসন্দিহানসন্দিহান, সন্দেহ, সংশয়।
অসভ্যসভ্য, সাধু, সামাজিক।
অসমগ্রসমগ্র, সকল, পূর্ণ।
অসমস্তসমস্ত, সকল।