ড. মোহাম্মদ আমীন
অকল্মষ: পাপী, দোষী, পাপিষ্ঠ।
অকল্য: কলা, সুস্থ।
অকল্যাণ: কল্যাণ, মঙ্গল, শুভ, শিব।
অকস্মাৎ: কস্মাৎ, কারণ।
অকাজ: কাজ, কার্য, কর্ম।
অকাট্য: কাট্য, খণ্ডনীয়।
অকাতর: কাতর, ক্লিষ্ট, ব্যাকুল, খেদ।
অকাম: কাম, সকাম।
অকায়: কায়, দেহ, শরীর, জীবাত্মা।
অকার্যকারী: কার্যকারী, কার্যকরণশীল, বৈধকার্যকারক।
অকিঞ্চন: কিঞ্চন, ধনী, অকৃপর্ণ, উত্তম, ধনবান।
অকীর্তি: কীর্তি, সুনাম, যশ।
অকুণ্ঠ: কুণ্ঠ, প্রতিহত, অস্থির, সচল, অনিত্য, প্রতিবন্ধ।
অকুণ্ঠিত: কুণ্ঠিত, প্রতিহত, ব্যাহত।
অকুতভয়: ভীত, সশঙ্ক।
অকুতোভয়:বিচলিত, ভীত, সশঙ্ক।
অকুল: কুল, উচ্চবংশজাত, কুলীন, ঘর (কন্যাসম্প্রদানের যোগ্য)।
অকুলন: কুলান, অভাবহীন, অনটনহীন, সদ্ভাব, বেশি।
অকুলীন:কুলীন, উচ্চবংশজাত, কৌলিন্যযুক্ত, অভিজাত।
অকুশল: কুশল, শুভ, মঙ্গল, শিব, সুলক্ষণ, কল্যাণ।
অকূল:কূল, কূলযুক্ত, পার।
অকৃত: কৃত, অনুষ্ঠিত, সম্পাদিত, নির্মিত, রচিত, সমাপ্ত, পরিণত, পূর্ণ, পক্ক, সিদ্ধ, উপ্ত,সংস্কৃত, মার্জিত, অমলিন।
অকৃতকর্মা: কৃতকর্মা, কৃতকার্য, কৃতার্থ।
অকৃতজ্ঞ: কৃতজ্ঞ।
অকৃতদার: কৃতদার, কৃতপরিণয়, বিবাহিত।
অকৃতধী: কৃতধী, সংস্কৃতমতি, মার্জিতবুদ্ধি।
অকৃতা: কৃতা
অকৃতাত্মা: কৃতাত্মা, সংস্কৃতাত্মা, শোধিতচিত্ত, বিশুদ্ধচিত্ত, সংস্কৃতান্তঃকরণ, পবিত্রচিত্র, বিশুদ্ধচিত্ত (কল্লুক)।
অকৃতার্থ: কৃতার্থ, চরিতার্থ, প্রাপ্তভোগ, লব্ধফল, কতৃকার্য।
অকৃতি: কৃতি, করণ, গুণসম্পন্ন, উত্তম, সক্ষম, নির্মার্ণ।
অকৃতী: কৃতী, পটু, কুশল।
অকৃত্ত: কৃত্ত, ছিন্ন, খণ্ডিত, কাটা।
অকৃত্য: করণীয়, অনুষ্ঠেয়, কৃত্য, কর্মব্যস্ত, প্রশস্ত কার্য, সৎকার্য, বৈধকার্য, কার্য।
অকৃত্রিম: কৃত্রিম, অবিশুদ্ধ, মিশ্র।
অকৃপণ: কৃপণ, কপট।
অকৃষ্ণ: কৃষ্ণ
অকেজো: কর্মণ্যম, কর্মা, কার্যকরী (বস্তু), কেজো।
অকেশ: কেশ, কেশযুক্ত।
———————————————————————–
শুবাচ গোষ্ঠীর ওয়েবসাইট: www.draminbd.com