ড. মোহাম্মদ আমীন
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৫
অচেষ্টসচেষ্ট, স্পন্দ, অস্থির, সাড়।
অচঞ্চলচঞ্চল, অস্থির।
অচ্যুতচ্যুত, পতিত, স্খলিত।
অজানাজানা, পরিচিত, চেনা।
অজানিতপরিচিত, জ্ঞাত।
অজিতজিত, পরাজিত, বিজিত (শত্রু,দেশ), প্রতিহত, ব্যর্থ, সংযত।
অজিহ্মবক্র, জটিল, কপট, জটিলচিত্ত, কুণ্ঠিত, ভোঁতা।
অজীর্ণজীর্ণ, পরিপক্কব।
অজীবজীবন, প্রাণ।
অজীবনজীবন, প্রাণ।
অজেয়জেয়।
অর্জন বর্জন
অজ্ঞজ্ঞানবান, পণ্ডিত, সর্বজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ।
অজ্ঞাতজ্ঞাত, অবগত, পরিচিত।
অজ্ঞানজ্ঞান, চেতন, বোধযুক্ত।
অজ্ঞানীজ্ঞানী, পণ্ডিত।
অঢেল সামান্য।
অণু বৃহৎ
অতিপ্রকৃতস্বাভাবিক, লৌকিক।
অতিবড়অতিছোটো, কমবয়সী, অল্প(অতিবড়ো বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ), অপকৃষ্ট, নির্বোধ, অপরিসর (অতিবড়ো গাঙ্গ হইলে জাটে পড়ে চর, ‘মনসামঙ্গল’, বিজয় গুপ্ত)।
অতিবলবলহীন, হীনবল।
অতিকায় ক্ষুদ্রকায়
অতিবৃষ্টি অনাবৃষ্টি
অতিভোজনমিতাহার।
অতিরিক্তহীন, কম, অনধিক।
অতিসুন্দরঅরমণীয়, অমনোহর।
অতীন্দ্রিয়ইন্দ্রিয়গ্রাহ্য, প্রত্যক্ষ, ইন্দ্রিয়গোচর (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়।)
অতুলসাধারণ, অনধিক, সদৃশ।
অতৃপ্ততৃপ্ত, পূর্ণকাম।
অর্থ অনর্থ
অদগ্ধদগ্ধ, প্লুষ্ট।
অদম্ভদম্ভ, গৌরব, অহংকার।
অদরিদ্রদরিদ্র, গরিব।
অদর্শনদর্শন, প্রত্যক্ষ।
অদীনদীন, দরিদ্র, অনুন্নত।
অদূরদর্শীদূরদর্শী, বিবেক।
অদৃশ্যদৃশ্য, প্রত্যক্ষ।
অদৃশ্যমানÑ দৃশ্যমান
অদেখাদেখা, দৃষ্ট, লক্ষিত।
অদেবদৈব, ধার্মিক।
অদৈন্যদীনতা, কার্পণ্যযুক্ত। বাংলায়দারিদ্র্যযুক্ত, ধনহীন, বিপন্ন
অদোষঅপরাধী, অসচ্চরিত্র, অসাধু।
অদ্বিতীয়দ্বিতীয়, সদৃশ।