বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৫ 

ড. মোহাম্মদ আমীন

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৫ 

অচেষ্টসচেষ্ট, স্পন্দ, অস্থির, সাড়।
অচঞ্চলচঞ্চল, অস্থির।
অচ্যুতচ্যুত, পতিত, স্খলিত।
অজানাজানা, পরিচিত, চেনা।
অজানিতপরিচিত, জ্ঞাত।

অজিতজিত, পরাজিত, বিজিত (শত্রু,দেশ), প্রতিহত, ব্যর্থ, সংযত।
অজিহ্মবক্র, জটিল, কপট, জটিলচিত্ত, কুণ্ঠিত, ভোঁতা।
অজীর্ণজীর্ণ, পরিপক্কব।
অজীবজীবন, প্রাণ।
অজীবনজীবন, প্রাণ।

অজেয়জেয়।
অর্জন  বর্জন
অজ্ঞজ্ঞানবান, পণ্ডিত, সর্বজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ।
অজ্ঞাতজ্ঞাত, অবগত, পরিচিত।
অজ্ঞানজ্ঞান, চেতন, বোধযুক্ত।

অজ্ঞানীজ্ঞানী, পণ্ডিত।
অঢেল  সামান্য।
অণু  বৃহৎ
অতিপ্রকৃতস্বাভাবিক, লৌকিক।
অতিবড়অতিছোটো, কমবয়সী, অল্প(অতিবড়ো বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ), অপকৃষ্ট, নির্বোধ, অপরিসর (অতিবড়ো গাঙ্গ হইলে জাটে পড়ে চর, ‘মনসামঙ্গল’, বিজয় গুপ্ত)।

অতিবলবলহীন, হীনবল।
অতিকায় ক্ষুদ্রকায়
অতিবৃষ্টি  অনাবৃষ্টি
অতিভোজনমিতাহার।
অতিরিক্তহীন, কম, অনধিক।

অতিসুন্দরঅরমণীয়, অমনোহর।
অতীন্দ্রিয়ইন্দ্রিয়গ্রাহ্য, প্রত্যক্ষ, ইন্দ্রিয়গোচর (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়।)
অতুলসাধারণ, অনধিক, সদৃশ।
অতৃপ্ততৃপ্ত, পূর্ণকাম।
অর্থ  অনর্থ

অদগ্ধদগ্ধ, প্লুষ্ট।
অদম্ভদম্ভ, গৌরব, অহংকার।
অদরিদ্রদরিদ্র, গরিব।
অদর্শনদর্শন, প্রত্যক্ষ।
অদীনদীন, দরিদ্র, অনুন্নত।

অদূরদর্শীদূরদর্শী, বিবেক।
অদৃশ্যদৃশ্য, প্রত্যক্ষ।
অদৃশ্যমানÑ দৃশ্যমান
অদেখাদেখা, দৃষ্ট, লক্ষিত।
অদেবদৈব, ধার্মিক।

অদৈন্যদীনতা, কার্পণ্যযুক্ত। বাংলায়দারিদ্র্যযুক্ত, ধনহীন, বিপন্ন
অদোষঅপরাধী, অসচ্চরিত্র, অসাধু।
অদ্বিতীয়দ্বিতীয়, সদৃশ।


Language
error: Content is protected !!