ড. মোহাম্মদ আমীন
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৬
অদ্বৈতদ্বৈত, ভেদ।
অধগতিঊর্ধ্বগতি।
অধমউত্তম, অধিগুণ, মুখ্য, গুণসম্পন্ন।
অধমর্ণউত্তমর্ণ।
অধমাঙ্গউত্তমাঙ্গ।
অধম্মপুণ্য, সুকর্ম।
অধরউত্তর, ঊর্দ্ধঃস্থিত, উপর, উৎকৃষ্ট।
অধরো (রৌ)ষ্ঠউত্তরোষ্ঠ।
অধমÑ উত্তম
অধর্মধর্ম, পুণ্য।
অধর্মধর্ম, পুণ্যকর।
অধমর্ণ উত্তমর্ণ
অধঃ ঊর্ধ্ব
অধস্তনউর্দ্ধতন, উচ্চপদস্থ কর্মকারক (ঝঁঢ়বৎরড়ৎ ঙভভরপবৎ)।
অধার্মিকধার্মিক, ধর্মাচারী।
অধার্যধার্য, যোগ্য, অবর্জিত।
অধিক অল্প
অধিকাঙ্গহীনাঙ্গ।
অধিগম্যঅপ্রাপ্য, অজ্ঞেয়, অশিক্ষণীয়, অনাশ্রয়নীয়।
অধিত্যকাÑ উপত্যকা
অধীরধীর, অচঞ্চল, অবিহুল, অব্যাকুল, অকাতর (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়।)
অধৈর্য্য ধৈর্য্য, শান্ত, স্থির।
অধোগতিউন্নতি।
অধোগামীঊর্ধ্বগামী, স্বর্গগামী।
অধ্রুবধ্রুব, নিশ্চিত, স্থির, অচঞ্চল, স্থায়ী, শাশ্বত।
অনক্ষরপণ্ডিত, বচনার্হ, বাচ্য। বাংলায় দৃশ্যাক্ষর, দৃশ্য।
অনঘপুণ্য, কলূষ, অসৎ, অসাধু, অসচ্চরিত্র, দূষিত, কলঙ্ক, অশুদ্ধ, দোষ, উপভুক্ত, উচ্ছিষ্ট, দুঃখ (অন্যান্য অর্থে প্রযোজ্য নয়।)।
অনড়সচল, অস্থির, ব্যর্থ, অসত্য, বেঠিক (কথা, প্রতিজ্ঞা)।
অনদেখাদৃশ্য।
অনধিকঅতিরিক্ত, বেশি, বহু, প্রচুর।
অনধিকারঅধিকার।
অনধ্যয়নঅধ্যয়ন, পাঠসংযোজন।
অননুরূপ যোগ্য।
অনন্তসসীম, শেষ, অবধি, পরিমিত, অল্প, নাশ, ক্ষয়, নশ্বর, অস্থির, অচির, অনিত্য, অল্পবিধ, পার।
অনন্তরিতপরিচ্ছিন্ন, বিরাম।
অনবগতঅবগত, জ্ঞাত।
অনবগীতঅবগীত, নিন্দিত।
অনবদ্যঅবদ্য, নিন্দনীয়, দোষ।
অনবধানঅবধান, মনোযোগী, অবহিত।