বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৭

ড. মোহাম্মদ আমীন

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৭

অনবলম্বনঅবলম্বন, আশ্রয়।
অনবলোকনঅবলোকন, দর্শন।
অনবসরঅবসর, অবকাশ।
অনবসিতঅবসিত, সমাপ্ত, নিশ্চিত।
অনবস্থানঅবস্থান, স্থিত, স্থির।

অনবহিতঅবহিত, মনোযোগী।
অনবেক্ষকঅবেক্ষক, পরিদর্শক।
অনভিজ্ঞঅভিজ্ঞ, পটু, পণ্ডিত।
অনভিপ্রেতঅভিপ্রেত, অভীষ্ট।
অনভিব্যক্তঅভিব্যক্ত, পরিস্ফুট, প্রকাশ, বিকশিত, প্রকট।

অনভিমতঅভিমত, সম্মত, অভীষ্ট।
অনভ্যাসঅভ্যাস, অনুশীলন।
অনন্ত  অন্ত
অনর্গলঅর্গল, প্রতিবন্ধ।
অনর্ঘঅর্ঘ, মূল্যহীন, সাধারণ, পূজা।

অনর্ঘ্যঅর্ঘ্য, মূল্যহীন।
অনর্থকসার্থক।
অনর্পণঅর্পণ, ত্যাগ, দান।
অনর্হ যোগ্য, অনুরূপ, সদৃশ, উচিত, অভ্যস্ত, মূল্যবান অনুত্তম।
অনলঙ্কারঅলঙ্কার।

অনল্পঅল্প, কম, অনাদার, অধম।
অনশনঅশন।
অনশ্বরনশ্বর।
অনসূয়, সয়কঅসূয়া, অসূয়াযুক্ত।
অনহঙ্কারঅহঙ্কার,গর্Ÿ।

অনাকালআকাল।
অনাকাশআকাশ,স্বচ্ছ।
অনাকুলআকুল।
অনাকৃষ্টআকৃষ্ট।
অনাগতউপস্থিত, প্রাপ্ত।

অনাচরণআচরণ, শিষ্টাচার, বিনয়।
অনাটনআটন, প্রতুল।
অনাতপআতপ।
অনাতুরআতুর, অসুস্থ, রোগ, রুগ্ণ?।
অনাত্মা (-ত্মন্)প্রশস্তমনা, সংযতচিত্ত, উদার।

অনাত্মীয়আত্মীয়।
অনাথনাথ, রক্ষক, আশ্রয়, অবলম্ব, সহায়, ঐশ্বর্য্যশালী, সপ্রমাণ, মূলক অনাদিআদি, অনিত্য, অশাশ্বত, কারণক।
অনাদিষ্টআদিষ্ট।
অনাদৃতআদৃত, পূজিত, সৎকৃত, আদরযুক্ত, প্রশংসাত্মক, পুরস্কৃত, আদরিত।


Language
error: Content is protected !!