ড. মোহাম্মদ আমীন
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৮
অনাদেয়আদেয়, গ্রহণীয়, গ্রাহ্য।
অনাদ্যআদ্য, ভক্ষ্য, খাদ্য।
অনাবিলআবিল, কলুষ, পঙ্কিল।
অনাবিষ্কৃতআবিস্কৃত, প্রকাশিত, দৃশ্যমান।
অনাবৃতআবৃত, ঢাকা, আচ্ছাদিত।
অনাবৃত্তিআবৃত্তি, প্রত্যাবর্তন, অভ্যাস, পৌনঃপুনা।
অনাবৃষ্টিআবৃষ্টি।
অনামকনাম, প্রসিদ্ধ, খ্যাত, যাহার নাম প্রশস্ত অর্থাৎ নামগ্রহণ শুভ।
অনামৃষ্টআমৃষ্ট।
অনায়কনায়ক।
অনায়তআয়ত, দীর্ঘ, বিস্তৃত।
অনায়ত্তআয়ত্ত, বশীভূত, পরাধীন।
অনায়াসআয়স।
অনায়াসআয়াস, ক্লেশসাধ্য, প্রযত্নক্ত, ক্লেশ।
অনারারি বেতকভুক।
অনারেবেলঅপূজ্য, হেয়, অমাননীয়।
অনার্তবআর্তব, সাময়িক (পুষ্পাদি)।
অনার্যআর্য, পূজ্য, মাননীয়, উত্তম, সচ্চরিত, পুণ্যবান, সদয়, দয়ালু, শিষ্টাচারযুক্ত, উত্তম, উচ্চাত্মা , আর্যদেশ।
অনার্যআর্য।
অনালম্বআলম্ব।
অনাশ্রমী (¬মিন্)আশ্রমী।
অনাশ্রয়আশ্রয়।
অনাসক্তআসক্ত।
অনাসাদিতআসাদিত।
অনাস্তিকনাস্তিক, ধার্মিক।
অনাস্থাআস্থা।
অনাস্বাদিতআস্বাদিত।
অনাহতআহত, কৃতাঘাত, ক্ষত, স্পৃষ্ট, ক্ষুব্ধ, গুণিত, পূরিত (সঁষঃরঢ়ষরবফ)। বাংলায় বাদিত অর্থাৎ যা যন্ত্রে বাজান হয়েছে, বাদ্যে যা বাজে।
অনাহার্যআহার্য্য, ভক্ষ্য, খাদ্য।
অনিগ্রহনিগ্রহ, সংযত, সংযম।
অনিবার্যনিবার্য্য, নিবারণীয়।
অনিবেদিতনিবেদিত, বিজ্ঞাপিত, কথিত।
অনিয়তনিয়ত, নিগৃহীত।
অনিরূপিতনিরূপিত, নির্ণীত।
অনির্বচনীয়নির্বচনীয়, বর্ণনীয়।
অনির্বাণ নির্বাণ
অনির্বাহনির্বচনীয়, সমাপ্তি, নিষ্পত্তি।
অনীচনীচ, নিম্ন।
অনিচ্ছাইচ্ছা, অভিলাষ।