Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৮ – Dr. Mohammed Amin

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৮

ড. মোহাম্মদ আমীন

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৮

অনাদেয়আদেয়, গ্রহণীয়, গ্রাহ্য।
অনাদ্যআদ্য, ভক্ষ্য, খাদ্য।
অনাবিলআবিল, কলুষ, পঙ্কিল।
অনাবিষ্কৃতআবিস্কৃত, প্রকাশিত, দৃশ্যমান।
অনাবৃতআবৃত, ঢাকা, আচ্ছাদিত।

অনাবৃত্তিআবৃত্তি, প্রত্যাবর্তন, অভ্যাস, পৌনঃপুনা।
অনাবৃষ্টিআবৃষ্টি।
অনামকনাম, প্রসিদ্ধ, খ্যাত, যাহার নাম প্রশস্ত অর্থাৎ নামগ্রহণ শুভ।
অনামৃষ্টআমৃষ্ট।
অনায়কনায়ক।

অনায়তআয়ত, দীর্ঘ, বিস্তৃত।
অনায়ত্তআয়ত্ত, বশীভূত, পরাধীন।
অনায়াসআয়স।
অনায়াসআয়াস, ক্লেশসাধ্য, প্রযত্নক্ত, ক্লেশ।
অনারারি বেতকভুক।

অনারেবেলঅপূজ্য, হেয়, অমাননীয়।
অনার্তবআর্তব, সাময়িক (পুষ্পাদি)।
অনার্যআর্য, পূজ্য, মাননীয়, উত্তম, সচ্চরিত, পুণ্যবান, সদয়, দয়ালু, শিষ্টাচারযুক্ত, উত্তম, উচ্চাত্মা , আর্যদেশ।
অনার্যআর্য।

অনালম্বআলম্ব।
অনাশ্রমী (¬মিন্)আশ্রমী।
অনাশ্রয়আশ্রয়।
অনাসক্তআসক্ত।
অনাসাদিতআসাদিত।

অনাস্তিকনাস্তিক, ধার্মিক।
অনাস্থাআস্থা।
অনাস্বাদিতআস্বাদিত।
অনাহতআহত, কৃতাঘাত, ক্ষত, স্পৃষ্ট, ক্ষুব্ধ, গুণিত, পূরিত (সঁষঃরঢ়ষরবফ)। বাংলায় বাদিত অর্থাৎ যা যন্ত্রে বাজান হয়েছে, বাদ্যে যা বাজে।
অনাহার্যআহার্য্য, ভক্ষ্য, খাদ্য।

অনিগ্রহনিগ্রহ, সংযত, সংযম।
অনিবার্যনিবার্য্য, নিবারণীয়।
অনিবেদিতনিবেদিত, বিজ্ঞাপিত, কথিত।
অনিয়তনিয়ত, নিগৃহীত।
অনিরূপিতনিরূপিত, নির্ণীত।

অনির্বচনীয়নির্বচনীয়, বর্ণনীয়।
অনির্বাণ  নির্বাণ
অনির্বাহনির্বচনীয়, সমাপ্তি, নিষ্পত্তি।
অনীচনীচ, নিম্ন।
অনিচ্ছাইচ্ছা, অভিলাষ।