Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৯  – Dr. Mohammed Amin

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৯ 

ড. মোহাম্মদ আমীন

বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৯ 

অনিচ্ছু,-চ্ছুকইচ্ছু, অভিলাষী, ইচ্ছাযুক্ত।
অনিতশিষ্ট, সৎ।
অনিত্যনিত্য, স্থির, শাশ্বত, নিয়ম, নিশ্চিত, ব্যবস্থিত।
অনিদাননিদান, কারণ।
অনীপ্সিতঈস্পিত।

অনীশঈশ, সমর্থ, প্রভু, শক্ত, ঈশ্বর, স্বতন্ত্র, স্বামী, অধিকারী।
অনীশ্বরঈশ্বর, প্রভু, স্বতন্ত্র, স্বাধীন, সমর্থ, শক্ত। বাংলায়শিব।
অনীহঈহা, স্পৃহাযুক্ত, সচেষ্ট, উদ্যম।
অনুকূলপ্রতিকূল, বিরেধী, দুঃখকর, অমঙ্গলসূচক, অপ্রীতিকর, অনাসক্ত।
অনুগতবাংলায়স্বাধীনতা, অননুকরণীয়।

অনুজ Ñ অগ্রজ।
অনুগ্রহ  নিগ্রহ
অনুচিতউচিত, ন্যায্য।
অনুতপ্ত  অননুতপ্ত
অনুদয়উদয়, প্রকাশ।

অনুদরউদর, বৃৎউদর, স্ফীতোদর।
অনুদাত্তউদাত্ত।
অনুদারউদার, দাতা, ত্যাগী, সরল।
অনুদিতপ্রকাশিত, প্রকটিত, উক্ত, কথিত।
অনুপকারী (-রিন্)উপকারী, উপকারক, হিতকর, প্রত্যুপকারে সমর্থ।

অনুপধিছলযুক্ত, কপট, জটিল।
অনুপপত্তিউপপত্তি।
অনুপম উপমা।
অনুপমিতউপমিত।
অনুপযুক্তউপযুক্ত।

অনুপযোগউপযোগ।
অনুপলক্ষিতউপলক্ষিত।
অনুপলব্ধিউপলব্ধি।
অনুপস্থিতিউপস্থিতি।
অনুপহতউপহত।

অনুপামদ্বিতীয়, সৃদশ, প্রতিরূপ, অপকৃষ্ট, ব্যর্থ।
অনুবলঅসহায়, সাহায্যহীন, কৃপাহীন, অনুগ্রহরহিত, প্রভাবশূন্য, নিজবলে।
অনুমোদিত  অননুমোদিত
অনুরক্তÑবিরক্ত
অনুব্রতঅপব্রত, প্রতিকূল।

অনুযোগউত্তর, প্রশংসা, নিরুদ্যম। (অন্যান্য অর্থে প্রযোজ্য হবে না)।
অনুরক্তবিরক্ত।
অনুরথঅব্যর্থ, প্রশংসা, অকলঙ্ক, সততা, শিষ্টাচার (অন্যান্য অর্থে প্রযোজ্য হবে না।)
অনুরাগী  বিরাগী
অনুরোলপ্রশান্তি, শান্তভাব।