ড. মোহাম্মদ আমীন
বিপরীতার্থক শব্দ শুবাচ (অ-অ)/৯
অনিচ্ছু,-চ্ছুকইচ্ছু, অভিলাষী, ইচ্ছাযুক্ত।
অনিতশিষ্ট, সৎ।
অনিত্যনিত্য, স্থির, শাশ্বত, নিয়ম, নিশ্চিত, ব্যবস্থিত।
অনিদাননিদান, কারণ।
অনীপ্সিতঈস্পিত।
অনীশঈশ, সমর্থ, প্রভু, শক্ত, ঈশ্বর, স্বতন্ত্র, স্বামী, অধিকারী।
অনীশ্বরঈশ্বর, প্রভু, স্বতন্ত্র, স্বাধীন, সমর্থ, শক্ত। বাংলায়শিব।
অনীহঈহা, স্পৃহাযুক্ত, সচেষ্ট, উদ্যম।
অনুকূলপ্রতিকূল, বিরেধী, দুঃখকর, অমঙ্গলসূচক, অপ্রীতিকর, অনাসক্ত।
অনুগতবাংলায়স্বাধীনতা, অননুকরণীয়।
অনুজ Ñ অগ্রজ।
অনুগ্রহ নিগ্রহ
অনুচিতউচিত, ন্যায্য।
অনুতপ্ত অননুতপ্ত
অনুদয়উদয়, প্রকাশ।
অনুদরউদর, বৃৎউদর, স্ফীতোদর।
অনুদাত্তউদাত্ত।
অনুদারউদার, দাতা, ত্যাগী, সরল।
অনুদিতপ্রকাশিত, প্রকটিত, উক্ত, কথিত।
অনুপকারী (-রিন্)উপকারী, উপকারক, হিতকর, প্রত্যুপকারে সমর্থ।
অনুপধিছলযুক্ত, কপট, জটিল।
অনুপপত্তিউপপত্তি।
অনুপম উপমা।
অনুপমিতউপমিত।
অনুপযুক্তউপযুক্ত।
অনুপযোগউপযোগ।
অনুপলক্ষিতউপলক্ষিত।
অনুপলব্ধিউপলব্ধি।
অনুপস্থিতিউপস্থিতি।
অনুপহতউপহত।
অনুপামদ্বিতীয়, সৃদশ, প্রতিরূপ, অপকৃষ্ট, ব্যর্থ।
অনুবলঅসহায়, সাহায্যহীন, কৃপাহীন, অনুগ্রহরহিত, প্রভাবশূন্য, নিজবলে।
অনুমোদিত অননুমোদিত
অনুরক্তÑবিরক্ত
অনুব্রতঅপব্রত, প্রতিকূল।
অনুযোগউত্তর, প্রশংসা, নিরুদ্যম। (অন্যান্য অর্থে প্রযোজ্য হবে না)।
অনুরক্তবিরক্ত।
অনুরথঅব্যর্থ, প্রশংসা, অকলঙ্ক, সততা, শিষ্টাচার (অন্যান্য অর্থে প্রযোজ্য হবে না।)
অনুরাগী বিরাগী
অনুরোলপ্রশান্তি, শান্তভাব।