ড. মোহাম্মদ আমীন

অনেকে সন্ধি দেখিয়ে বলেন, বিশেষ + অজ্ঞ = বিশেষজ্ঞ; এটি ঠিক নয়। সন্ধির নিয়মে এমন ঘটানো হলে শব্দটি হবে, ‘বিশেষ + অজ্ঞ = বিশেষাজ্ঞ’। ‘বিশেষজ্ঞ’ ও ‘বিশেষাজ্ঞ’ এক নয়; যেমন এক নয় বল আর বাল কিংবা তল আর তাল। আবার কেউ কেউ বলেন, ‘যিনি বিশেষভাবে অজ্ঞ তিনিই বিশেষজ্ঞ’। এটাও ঠিক নয়। এমন হলে ‘বিশেষজ্ঞ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ প্রায়োগিক অর্থের বিপরীত হয়ে যায়। অধিকন্তু, বাংলায় এভাবে শব্দ গঠনের নিয়মও নেই। প্রসঙ্গত, বাংলায় নেতিবাচক ন, ‘অ’ বা ’অন’ দ্বারা প্রতিস্থাপিত হয়। যেমন : ন ধর্ম = অধর্ম, ন আচার = অনাচার; ন আহুত = অনাহুত, ন বিচার = অবিচার, ন বিবেচক = অবিবেচক, ন জ্ঞ=অজ্ঞ প্রভৃতি।
তবু, জেনে হোক বা না জেনে হোক, প্রশ্নগুলো করা হয় অনেকেই করেন। এ বিষয়ে সংশয় দূর করার জন্য ‘বিশেষজ্ঞ’ শব্দের ব্যুৎপত্তি উদাহরণসহ নিচে দেওয়া হলো :
যিনি বেদ জানেন তিনি, ‘বেদজ্ঞ’
যিনি ব্রহ্মকে জানেন তিনি, ‘ব্রহ্মজ্ঞ’
যিনি শাস্ত্র জানেন, ‘শাস্ত্রজ্ঞ’
যিনি সর্ব (সবকিছু) জানেন তিনি, ‘সর্বজ্ঞ’
যিনি গণিত জানেন তিনি, ‘গণিতজ্ঞ’
যিনি সংগীত জানেন তিনি, ‘সংগীতজ্ঞ’
যিনি আইন জানেন তিনি, ‘আইনজ্ঞ;
একইভাবে
যিনি বিশেষ (বিশেষ কিছু) জানেন তিনি ‘বিশেষজ্ঞ’।
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি