প্রমিতা দাশ লাবণী
১. ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি : ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে অবস্থিত একটি বেসরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি এমআইটি নামে খ্যাত। এখানে অধ্যয়ন করতে হলে বিশ্ববিদ্যালয়ের খরচ বাবদ ২০১৯ খ্রিষ্টাব্দের হিসেবমতে প্রায় ৪৮০০০ মার্কিন ডলার প্রয়োজন হবে।
২. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় : ১৬৩৬ খ্রিষ্টাব্দে ম্যাসাচুসেটসের বোস্টনে প্রতিষ্ঠিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির টিউশন ফি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ লাখ টাকা।
৩. কেমব্রিজ বিশ্ববিদ্যালয় : কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের ক্যামব্রিজ শহরে অবস্থিত। টিউশন ফি ৩০ হাজার মার্কিন ডলার।
৪. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। একাদশ শতকের শেষ দিকে এটি প্রতিষ্ঠিত হয়েছে। টিউশন ফি ২৮০০০ মার্কিন ডলার।
৫. সুইস ফেডারেল ইনিস্টিটিউট অব টেকনোলোজি, সুইজারল্যান্ড : সুইস ফেডারেল ইনিস্টিটিউট অব টেকনোলোজি ইউরোপ-সহ সারাবিশ্বে বেশ জনপ্রিয়। টিউশন ফি বর্তমানে ১৪০০ ডলার।
৬. টরেন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা : বিশ্ববিদ্যালয়টি কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক রাজধানি টরন্টোয় অবস্থিত। এটি সরকার পরিচালিত। টিউশন ফি ৩১২০০ মার্কিন ডলার।
৭. রয়েল ইনস্টিটিউট অব টেকনোলোজি, সুইডেন : সুইডেনের রয়েল ইনস্টিটউট অব টেকনোলজি ১৮২৭ খ্রিষ্টাব্দে সুইডেনের প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে।টিউশন ফি ২৩৩০০ মার্কিন ডলার।
৮. লোমোনসভ মস্কো স্টেট ইউনিভার্সিটি, রাশিয়া : রাশিয়ায় অবস্থিত লোমোনসভ স্টেট বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ৫৪০০ মার্কিন ডলার।
৯. প্যারিস সরবোনি বিশ্ববিদ্যালয় : এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে টিউশন ফি মাত্র ২৫০ মার্কিন ডলার।
১০. অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় : ১৯৪৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ২৭১০০ মার্কিন ডলার।
১১. মিউনিখ বিশ্ববিদ্যালয়, জার্মানি : ১৪৭২ খ্রিষ্টাব্দে জার্মানির মিউনিখে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি মাত্র ১৫০ মার্কিন ডলার।
১২. চার্লস বিশ্ববিদ্যালয়, চেক প্রজাতন্ত্র : চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অবস্থিত চার্লস বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ৩৩০০ মার্কিন ডলার।
১৩. ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয় : ১০৮৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের টিউশিন ফি ১১০০ ডলার।।
১৪. বার্সেলোনা বিশ্ববিদ্যালয়, স্পেন : বার্সেলোনা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ২০১৯ খ্রিষ্টাব্দের হিসেবে মতে, ১১৮০ ডলার।
১৫. ইউনিভার্সিটি অব কোপেনহেগেন, ডেনমার্ক : ডেনমার্কের কোপেনহেগেনে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ২০১৯ খ্রিষ্টাব্দের হিসেবেমতে, ১৭১০ ডলার।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি বৃত্তি টিউশন ফি
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি
হার্ভাড এমআইটি : বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি সংক্রান্ত তথ্য
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান লিংক
শব্দের ফাঁকফোকড় : ফাঁক অফাঁক : কখন সেঁটে কখন দূরে
সহজসূত্রে বাংলা বানান : বাংলা বানান শেখার নিয়ম/১
সহজসূত্রে বাংলা বানান : বাংলা বানান শেখার নিয়ম/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন