বিষয়ক, সংক্রান্ত, সম্বন্ধীয়: শব্দ শব্দাংশের ব্যবহার: -বিষয়ক, -সংক্রান্ত, -সম্বন্ধীয়

ড. মোহাম্মদ আমীন

বিষয়ক, সংক্রান্ত, সম্বন্ধীয়: শব্দ শব্দাংশের ব্যবহার: -বিষয়ক, -সংক্রান্ত, -সম্বন্ধীয়

সংযোগ: https://draminbd.com/বিষয়ক-সংক্রান্ত-সম্বন্ধ/

-সংক্রান্ত 
তৎসম ‘-সংক্রান্ত (সম্‌+√ক্রম+ত) শব্দাংশের অর্থ (বিশেষণে) সম্পর্কিত, বিষয়ক, সম্বন্ধীয়; সম্পৃক্ত, ব্যাপ্ত; সমাসের পরপদে ব্যবহৃত সম্পর্কিত, সম্বন্ধীয়, বিষয়ক। উচ্চারণ: শংক্রান্‌তো  -সংক্রান্ত শব্দাংশের স্বাধীন ব্যবহার নেই। এটি সর্বদা অন্য শব্দের সঙ্গে সেঁটে বসবে। যেমন: চিত্তসংক্রান্ত, পরীক্ষাসংক্রান্ত, মানবসংক্রান্ত, জীবনসংক্রান্ত।
-সম্বন্ধীয়
তৎসম ‘-সম্বন্ধীয় (সম্বন্ধ+ঈয়)’ শব্দাংশের অর্থ বিশেষণে সম্পর্কিত; বিষয়ক, সংক্রান্ত; সমাসের পরপদে ব্যবহৃত সম্পর্কিত, সংক্রান্ত, বিষয়ক। উচ্চারণ: শম্‌বোন্‌ধিয়ো এটি বাক্যে স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না। সর্বদা সংশ্লিষ্ট শব্দের পরে সেঁটে বসে। যেমন: রাষ্ট্রবিষয়ক, জন্মবিষয়ক, চিকিৎসাবিষয়ক, চিত্তবিষয়ক, হিসাববিষয়ক, গল্পবিষয়ক।
-বিষয়ক
তৎসম ‘-বিষয়ক (বি+√সি+অক)’ অর্থ (বিশেষণে) সমাসের পরপদে ব্যবহৃত সম্পর্কিত, সম্বন্ধীয়। উচ্চারণ: বিশয়ক্‌। শব্দাংশটির স্বাধীন ব্যবহার নেই। এটি সংশ্লিষ্ট শব্দের পরে সেঁটে বসে। যেমন: আইনবিষয়ক, পরীক্ষাবিষয়, যন্ত্রবিষয়ক, রাজনীতিবিষয়ক, অস্থিবিষয়ক প্রভৃতি।
Language
error: Content is protected !!