বিসিএস ইকোনমি ক্যাডার বিলুপ্ত

ইকোনোমি ক্যাডার বিলুপ্তি
২০১৮ খ্রিষ্টাব্দের ১৩ই নভেম্বর পিএসসির সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একিভূত করে গেজেট প্রকাশ করে। ফলে বিসিএস ক্যাডারের সংখ্যা ২৭টি থেকে কমে ২৬টি হয়।

ক্যাডার ও ক্যাডারের সংখ্যা
১৪টি সাধারণ ও ১৩টি পেশাগত/কারিগরি, সর্বমোট ২৬টি ক্যাডার রয়েছে।
সাধারণ ক্যাডার
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক)
বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
প্রফেশনাল ক্যাডার
বিসিএস (সড়ক ও জনপথ)
বিসিএস (গণপূর্ত)
বিসিএস (জনস্বাস্থ্য প্রকৌশল)
বিসিএস (বন)
বিসিএস (স্বাস্থ্য)
বিসিএস (রেলওয়ে প্রকৌশল)
বিসিএস (পশু সম্পদ)
বিসিএস (মৎস)
বিসিএস (পরিসংখ্যান, গবেষণা কর্মকর্তা)
বিসিএস (কারিগরী শিক্ষা)
বিসিএস (কৃষি)
বিসিএস (খাদ্য)
বিসিএস (সাধারণ শিক্ষা)

বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস-এর ইতিবৃত্ত।

ক্যাডার গঠন

Language
error: Content is protected !!