০০০
রংগ নয়, রঙ্গ
রঙ্গিন নয়, রঙিন
রক্তিমতা নয়, রক্তিমা
রগ্ন নয়, রুগ্ণ
রুচিবান নয়, রুচিমান
রূপায়ন নয়, রূপায়ণ
রেস্তোরা নয়, রেস্তোরাঁ
০০০
লক্ষমাত্র নয়, লক্ষ্যমাত্র
লক্ষ্য করা নয়, লক্ষ করা
লক্ষ্যণীয় নয়, লক্ষনীয়
লজ্জাস্কর নয়, লজ্জাকর
লেখালেখি নয়, লেখালিখি
লবন নয়, লবণ
০০০
শহিদ দিবস নয়, শহিদদিবস
শারীরীক নয়, শারীরিক
শিরচ্ছেদ নয়, শিরশ্ছেদ
শ্রদ্ধাঞ্জলী নয়, শ্রদ্ধাঞ্জলি
শিহরণ নয়, শিহরন
শুশ্রুষা নয়, শুশ্রূষা
শিকর নয়, শীকর (কিন্তু শিকড়)
শুণ্য নয়, শূন্য
শ্রেণী নয়, শ্রেণি
০০০
সমিচিন বা সমীচিন নয়, সমীচীন
সহকারি নয়, সহকারী
সরকারী নয়, সরকারি
সার্বজনীন দুর্গাপূজা নয়, সর্বজনীন দুর্গাপূজা
সূচীপত্র নয়, সূচিপত্র
স্থায়ীভাবে নয়, স্থায়িভাবে
স্বরণিকা নয়, স্মরণিকা
০০০
হস্তীতুল নয়, হস্তিতুল্য
হা করা নয়, হাঁ করা
হিরন্ময় নয়, হিরণ্ময় (হিরণ+ময়)
হৃৎরোগ নয়, হৃদ্রোগ (কিন্তু হৃৎপিণ্ড)
রিদ্ধত নয়, হৃদতা
শুদ্ধ বানান চর্চা লিংক/৩