বিসিএস পরীক্ষার জন্য প্রয়োজনীয় বাংলা বানান

গনিত নয়, গণিত
গন্ডুষ নয়, গণ্ডূষ
গরিষ্ট নয়, গরিষ্ঠ
গণ্ডগোল নয়, গন্ডগোল।
গরু নয়, গোরু
গলধঃকরণ নয়, গলাধঃকরণ
গীতাঞ্জলী নয়, গীতাঞ্জলি
০০০
ঘনিষ্ট নয়, ঘনিষ্ঠ
ঘাটি নয়, ঘাঁটি
ঘুনাক্ষলে নয়, ঘুণাক্ষরে
ঘুষ নয়, ঘুস (তেমনি ঘুসখোর)
ঘূর্ণীয়মান নয়, ঘূর্ণ্যমান/ঘূর্ণায়মান
ঘুরাঘুরি নয়, ঘোরাঘুরি
০০০
চত্তর নয়, চত্বর
চলৎশক্তি নয়, চলনশক্তি/চলচ্ছক্তি
চাকরী নয়, চাকরি/চাকুরি
চিক্কন নয়, চিক্কণ
চীৎকার নয়, চিৎকার
০০০
ছাকনি নয়, ছাঁকনি (তেমনি ছাঁকা)
ছাত্রীবাস নয়, ছাত্রীনিবাস
ছিলো নয়, ছিল
ছোয়া নয়, ছোঁয়া
ছোট নয়, ছোটো
ছোটখাট নয়, ছোটোখাটো
ছোড়াছোড়ি নয়, ছোঁড়ছুঁড়ি
০০০
জগৎবিখ্যাত নয়, জগদ্বিখ্যাত
জগবন্ধু নয়, জগদ্বন্ধু
জগত নয়, জগৎ
জাজ্জ্বল্যমান নয়, জাজ্বল্যমান
০০০
দরকারী নয়, দরকারি
দরুণ নয়, দরুন
দারুন নয়, দারুণ
দেশাত্ববোধক নয়, দেশাত্মবোধক
000
নভোচর নয়, নভোশ্চর বা নভোচারী
নয়ত শুদ্ধ নয়, লিখুন নয়তো
নিক্কন নয়, নিক্কণ
নিরোগী নয়, নিরোগ
নূন্যতম নয়, ন্যূনতম
নির্ভিক নয়, নির্ভীক
নুপুর নয়, নূপুর
 নৈঃশব্দ নয়, নৈঃশব্দ্য  (তেমনি নৈঃসঙ্গ্য)
০০০
পক্ক নয়, পক্ব
পটল নয়, পটোল
পদবী নয়, পদবি
পাঠ্যবই নয়, পাঠ্যপুস্তক
প্রশিক্ষন নয়, প্রশিক্ষণ
০০০০
ফলশ্রুতি নয়, লিখুন ফল/ শেষ ফল, ফলাফল (ফলশ্রুতিতে নয়, লিখুন ফলে)
ফলপ্রসু নয়, ফলপ্রসূ
ফেরৎ নয়, ফেরত
বক্ষমান নয়, বক্ষ্যমাণ
বক্ষস্থল নয়, বক্ষঃস্থল
ব্যবহারিক নয়, ব্যাবহারিক
ব্যাতীত নয়, ব্যতীত
০০০
ভবিষ্যত নয়, ভবিষ্যৎ
ভিখারী নয়, ভিখারি
ভুড়ি নয়, ভুঁড়ি ( এর অর্থ পেট, কিন্তু ভূরি অর্থ প্রচুর)
ভুরিভুরি নয়, ভূরি ভূরি
ভূরি ভোজন নয়, ভূরিভোজন   
ভৌগলিক নয়, ভৌগোলিক
ভ্রাতগণ নয়, ভ্রাতৃগণ
ভ্রাম্যমান নয়, ভ্রাম্যমাণ
০০০
মনি নয়, মণি
মধ্যাহ্ণ নয়, মধ্যাহ্ন
মরুদ্যান নয়, মরূদ্যান
মনোকষ্ট নয়, মনঃকষ্ট 
মনপুত নয়, মনঃপুত
দাঁতের মাড়ি নয়, দাঁতের মাঢ়ী
মুহূর্মুহ নয়, মুহুর্মুহু
মুহুর্ত নয়, মুহূর্ত
মৃণ্ময় নয়, মৃন্ময় (মৃৎ+ ময়)
০০০
যে-ই : যে কোনো ব্যক্তি (সর্বনাম)
যে-কেউ : যে-কেহ (সর্বনাম)
যে-কে-সেই : পূর্ববর্তী অবস্থা (বিশেষ্যে), পূর্বের মতো (বিশেষণে)
যে-কেহ : যে কোনো ব্যক্তি (সর্বনাম) 
যে-কোনো : অনির্দিষ্ট কিছু (বিশেষ্য)
যে-কোনোটা : অনির্দিষ্ট কোনো একটি (বিশেষ্য)
যে- কোনোরকম : বিশেষ কোনো ধরনের নয় এমন, নির্বিশেষ (বিশেষণ)
যে-কোনোরকমে : যে কোনো উপায়ে (ক্রিয়াবিশেষণে)
যেখানে-সেখানে : স্থান বিচার না করে, যত্রতত্র, সর্বত্র (ক্রিয়াবিশেষণে)
এক মিনিটের পাঠশালা
সাধারণ জ্ঞান সমগ্র
Language
error: Content is protected !!