Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বিসিএস বাংলা: চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে/২ – Dr. Mohammed Amin

বিসিএস বাংলা: চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে/২

বিসিএস-সহ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর/২

আবীর চৌধুরী মীম

৩১) একাধারে কবি, গবেষক, জীবনীকার, পত্রিকা সম্পাদক, অনুবাদক, দার্শনিক সরকারি কর্মচারী দেবেন্দ্রনাথ বসু (১২৬৭-১৩৪৫ বঙ্গাব্দ) বাংলা সাহিত্যে ব্যাঙ বাবু নামে পরিচিত।
৩২)  ১৮৬২ খ্রিস্টাব্দে ফাস্ট আর্টস বা এফ এ পরীক্ষা শুরু হয়। প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রথম পরীক্ষার্থী গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। 
৩৩) রাত্রির সমার্থক নয় – বারিদ‘মা যে জননী কান্দে’ এটি একটি কাব্য। সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় – সাধু ভাষায়।শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল নাচের ইতিকথা উপন্যাসের।
৩৪) জহির রায়হানের প্রথম গল্প : সূর্যগ্রহণ। প্রকাশিত হয় : ১৯৫৫ খ্রিষ্টাব্দ। ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার একটি উপভাষা।

৩৫) পুতুল নাচের ইতিকথা উপন্যাসের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় (মে ১৯, ১৯০৮ – ডিসেম্বর ৩, ১৯৫৬)। তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। 
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান – নজরুলের সাম্যবাদী কবিতার লাইন।
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ – মনোযোগ
৩৮) সঠিক বানান – শিহরন, এক্ষুনি
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত অতীত
৪০) সাধু রীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
৪১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ – গোপন রাখার প্রয়াস
৪২) বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের লেখক মুহম্মদ শহীদুল্লাহ
৪৩) যৌগিক বিশেষণের উদাহরণ – পণ্ডিতজনোচিত উক্তি
৪৪) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা।
৪৫) তিনটি শুদ্ধ বানান – মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ
৪৬) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
৪৭) Transliteration এর পরিভাষা – প্রতিবর্ণীকরণ
৪৮) শেক্সপিয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন – মুনীর চৌধুরী
৪৯) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
৫০) কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ একটি পত্রিকা।
৫১) শামসুর রাহমানের গদ্যগ্রন্থ – স্মৃতির শহর।
৫২) জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালী
৫৩) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ! এখানে কী – বিরক্তি বোঝায়।
৫৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা – কবিতা
৫৫) ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা হলেন: আনোয়ার পাশা।
৫৬) The window panes steamed up এর বাংলা – জানালার কাচ ঝাপসা হয়ে গেল।
৫৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য – পুবের হাওয়া
৫৮)  ‘নরপুঙ্গ’ একটি সমাস গঠিত শব্দ। এটি দ্বন্দ্ব সমাস।
৫৯) যৌবন এর বিপরীত শব্দ – জরা।
৬০) ছেমড়া শব্দটি – সংস্কৃত।

বিসিএস বাংলা: চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে/১


বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই