বিসিএস-সহ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর/৩
৬১) “মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই” গানের রচয়িতা সরকারি কর্মকর্তা/ মুন্সেফ রজনীকান্ত সেন। তিনি বাংলা সাহিত্যে ‘কান্তকবি’ নামে পরিচিত।
৬২)বহিঃপীর একটি নাটক। জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ দুঃখ ( ১৯৭৬ খ্রি. )।
৬৩) জাতীয় সংগীত, রণসংগীত এবং ক্রীড়াসংগীত:
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এ গানটি ১৩১২ বঙ্গাব্দে প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং ক্রীড়া সংগীতের রচয়িতা সেলিনা রহমান। চাচা কাহিনীর লেখক – সৈয়দ মুজতবা আলী।
৬৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা – আল মাহমুদ। কাব্যকে কাব্যগ্রন্থ বলা যায়।
৬৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পঙ্ক্তিটি রচনা করেন – শামসুর রাহমান
৬৬) শুদ্ধ বানান – মুমূর্ষু, এতদ্দ্বারা, হরিনাম কিন্তু হরিণ।
৬৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
৬৮) দশানন – বহুব্রীহি সমাস।
৬৯) Executive শব্দের পরিভাষা – নির্বাহী।
৭০) পর্যালোচনা শব্দকে সন্ধি বিচ্ছেদ করলে হয় – পরি + আলোচনা।
৭১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা + বিণ।
৭২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস।
৭৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে – সম্প্রদান কারকে ৭মী বিভক্তি।
৭৪) শরৎচন্দ্রের যে উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল তার নাম পথের দাবী।
৭৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড়বান্দা।
৭৬) ভবিষ্যতের বাঙালি প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী।
৭৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
৭৮) ঠাকুরমার ঝুলি হলে রূপকথার সংকলন।
৭৯) সৌম্য এর বিপরীত – উগ্র।
৮০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত।
৮১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ।
৮২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ।
৮৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত।
৮৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ।
৮৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিষ্কৃত থাকিবে।
৮৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে?
৮৭) ‘ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।’– বলেছেন: প্রমথ চৌধুরী।
৮৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল।
৮৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত।
৯০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি।