বিসিএস বাংলা: চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে/৪

বিসিএস-সহ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর/৪

আবীর চৌধুরী মীম

৯১) সৈয়দ ওয়ালীউল্লাহ: বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘লালসালু’র রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর ফ্রান্সে মৃত্যু হয়।
প্যারিসের উপকণ্ঠে অবস্থিত বিখ্যাত মদোঁ-স্যুর বেলভু গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়। 

৯২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র।সমুদ্র শব্দের সমার্থক – পাথার।
৯৩) বাংলাদেশে ভাষাতত্ত্বে প্রথম ‘পিএইচডি’-ডিগ্রি অর্জন করেন  কাজী দীন মুহাম্মদ।
৯৪) বাংলায় প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি ‘ঋষির প্রেম’। পরিচালক জ্যোতিষ বন্দোপাধ্যায়।
আবদুল জব্বার পরিচালিত ও ১৯৫৬ খ্রিস্টাব্দের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘মুখ ও মুখোশ’ ঢাকার প্রথম চলচ্চিত্র। কিন্তু ঋষির প্রেম বাংলা ভাষার প্রথম চলচ্চিত্র। 

৯৫) তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে ‘কী’ সর্বনাম।কৌমুদী শব্দের প্রতিশব্দ নয় – নলিনী। জল শব্দের সমার্থক শব্দ – অম্বু।
৯৬) ‘পথের পাঁচালী’  অস্কার পুরস্কার লাভ করে  ১৯৯১ খ্রিষ্টাব্দে।
৯৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত।
৯৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি।
৯৯) পৌরসভা – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস।
১০১) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
১০১) আপাদমস্তক: পা হতে মাথা পর্যন্ত।
১০২) দশানন  – বহুব্রীহি সমাস।
১০৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত।
১০৪) রক্ত করবী – একটি নাটক।
১০৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী।
১০৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার।
১০৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা।
১০৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর লেখা।
১০৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি।
১১০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী। এটি নজরুলের।
১১১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক।
১১২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়।
১১৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক।
১১৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত।
১১৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প।
১১৬) সংশপ্তক  উপন্যাসের লেখক – শহীদুল্লাহ কায়সার।
১১৭) বাংলাদেশের প্রথম চলচ্চিত্র  মুখ ও মুখোশ।
১১৮) অম্বর শব্দের অর্থ – আকাশ।
১১৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি।
১২০) শুদ্ধ বানান – পিপীলিকা।


———————————————

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

Language
error: Content is protected !!