বিসিএস-সহ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর/৬
১৫১) সুকান্ত ভট্টাচার্য মারা যান – ২১ বছর বয়সে। ১৯২৬ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট কলকাতায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন।
১৫২) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ।রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ বনফুল।
১৫৩) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট – ইত্যাদি জহির রায়হানের রচনা।
১৫৪) মহাশ্মশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন। তিনি মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ – ২১ জুলাই, ১৯৫১) নামেও পরিচিত। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।
১৫৫) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প ভিখারিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ‘হিন্দু মেলার উপহার’।
১৫৬) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ।
১৫৭) পদ্মা নদীর মাঝি যার লেখা – মানিক বন্দ্যোপাধ্যায়(মে ১৯, ১৯০৮ – ডিসেম্বর ৩, ১৯৫৬)।তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
১৫৮) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় – নৌকাডুবি।
১৫৯) রাজবন্দীর জবানবন্দী – কাজী নজরুল ইসলামের লেখা।
১৬০) ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা’ পরের লাইন – ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা’।
১৬১) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত।
১৬২) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী।
১৬৩) কষ্টে অতিক্রম করা যায় যা – দুরাতিক্রম্য।
১৬৪) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি ফুল।
১৬৫) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে।
১৬৬) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকাশ করে – অনিশ্চয়তা।
১৬৭) প্রদীপ নিভে গেল। বাক্যটি – সাধারণ অতীত-এর ঘটনা প্রকাশ করে।
১৬৮) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা – আবদুল গাফফার চৌধুরী
১৬৯) সংশয় এর বিপরীত – প্রত্যয়।
১৭০) আরোহণ এর বিপরীত – অবরোহণ।
১৭১) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য।
১৭২) জসীমউদ্দীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট।
১৭৩) আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প ‘জেগে আছি’।
১৭৪) জহির রায়হানের প্রথম গল্প সূর্যগ্রহণ।
১৭৫) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ।
১৭৬) “যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে”- এর সরল বাক্য – “সত্যবাদীকে সকলে বিশ্বাস করে”।
১৭৭) সঠিক অর্থসমূহ: হাতের পাঁচ- শেষ সম্বল; চাঁদের হাট- প্রিয়জন সমাগম; কাক নিদ্রা- অগভীর
নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্ট।
১৭৮) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম।
১৭৯) আহসান হাবীবের প্রথম কাব্য রাত্রি শেষ।
১৮০) গোলাম মোস্তফার প্রথম উপন্যাস রূপের নেশা।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক