বিসিএস বাংলা: চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে/৬

বিসিএস-সহ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর/৬

১৫১) সুকান্ত ভট্টাচার্য মারা যান  – ২১ বছর বয়সে। ১৯২৬ খ্রিষ্টাব্দের ১৫ই আগস্ট কলকাতায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।  পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য  কলকাতায় পুস্তক ব্যবসা করতেন।
১৫২) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ।রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ  বনফুল
১৫৩) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট – ইত্যাদি জহির রায়হানের রচনা।
১৫৪) মহাশ্মশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন। তিনি মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ – ২১ জুলাই, ১৯৫১) নামেও পরিচিত। তাঁর প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।
১৫৫) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প  ভিখারিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ‘হিন্দু মেলার উপহার’
১৫৬) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ।
১৫৭) পদ্মা নদীর মাঝি যার লেখা – মানিক বন্দ্যোপাধ্যায়(মে ১৯, ১৯০৮ – ডিসেম্বর ৩, ১৯৫৬)।তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
১৫৮) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় – নৌকাডুবি।
১৫৯) রাজবন্দীর জবানবন্দী – কাজী নজরুল ইসলামের লেখা।
১৬০) ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা’ পরের লাইন – ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা’।
১৬১) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত।
১৬২) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী।
১৬৩) কষ্টে অতিক্রম করা যায় যা – দুরাতিক্রম্য।
১৬৪) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি ফুল।
১৬৫) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে।
১৬৬) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকাশ করে – অনিশ্চয়তা।
১৬৭) প্রদীপ নিভে গেল। বাক্যটি – সাধারণ অতীত-এর ঘটনা প্রকাশ করে।
১৬৮) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা – আবদুল গাফফার চৌধুরী
১৬৯) সংশয় এর বিপরীত – প্রত্যয়।
১৭০) আরোহণ এর বিপরীত – অবরোহণ।
১৭১) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য।
১৭২) জসীমউদ্‌দীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট।
১৭৩) আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প ‘জেগে আছি’।
১৭৪) জহির রায়হানের প্রথম গল্প সূর্যগ্রহণ
১৭৫) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ।
১৭৬) “যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে”- এর সরল বাক্য – “সত্যবাদীকে সকলে বিশ্বাস করে”।
১৭৭) সঠিক অর্থসমূহ: হাতের পাঁচ- শেষ সম্বল; চাঁদের হাট- প্রিয়জন সমাগম; কাক নিদ্রা- অগভীর
নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্ট।
১৭৮) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম।

১৭৯) আহসান হাবীবের প্রথম কাব্য  রাত্রি শেষ।

১৮০)  গোলাম মোস্তফার প্রথম উপন্যাস  রূপের নেশা।

 



বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

Language
error: Content is protected !!