বাংলা সাহিত্যের প্রথম
প্রথম উপন্যাস, প্রথম নাটক, প্রথম কাব্য, প্রথম গল্প, প্রথম কবিতা
আবীর চৌধুরী মীম
১৮১। নীলিমা ইব্রাহিমের প্রথম উপন্যাস: বিশ শতকের মেয়ে। প্রকাশিত হয়: ১৯৫৮ খ্রিষ্টাব্দে।
১৮২। নূরুল মোমেনের প্রথম নাটক: নেমেসিস। প্রকাশিত হয়: ১৯৪৮ খ্রিষ্টাব্দে।
১৮৩। ফররুখ আহমদের প্রথম কাব্য/ কাব্যগ্রন্থ: সাত সাগরের মাঝি। প্রকাশিত হয় : ১৯৪৪ খ্রিষ্টাব্দে।
১৮৪। মুনীর চৌধুরীর প্রথম নাটক: রক্তাক্ত প্রান্তর। প্রকাশিত হয়: ১৯৬১ খ্রিষ্টাব্দে।
১৮৫। ড. মুহম্মদ শহীদুল্লাহর ভাষাগ্রন্থ : ভাষা ও সাহিত্য। প্রকাশিত হয়: ১৯৩১ খ্রিষ্টাব্দে।
১৮৬। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম গল্প: মন্দির। প্রকাশিত হয় : ১৯০৫ খ্রিষ্টাব্দে।
১৮৭। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস: পথের পাঁচালী। প্রকাশিত হয়: ১৯২৯ খ্রিষ্টাব্দে।
১৮৮। জীবনানন্দ দাশের প্রথম কাব্য ঝরা পালক।প্রকাশিত হয়: ১৯২৮ খ্রিষ্টাব্দে।
১৮৯। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস: পদ্মা নদীর মাঝি। প্রকাশিত হয়: ১৯৩৬ খ্রিষ্টাব্দে।
১৯০। বেগম সুফিয়া কামালের প্রথম গল্প: কেয়ার কাঁটা।প্রকাশিত হয়: ১৯৩৭ খ্রিষ্টাব্দে।
১৯১। মোহাম্মদ নজিবর রহমানের প্রথম উপন্যাস: আনোয়ারা।প্রকাশিত হয়: ১৯১৪ খ্রিষ্টাব্দে।
১৯২।সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর প্রথম কাব্য: অনল প্রবাহ।প্রকাশিত হয়: ১৯০০ খ্রিষ্টাব্দে।
১৯৩। মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি রচনা: ক্যাপটিভ লেডি। প্রকাশিত হয়: ১৮৪৯ খ্রিষ্টাব্দে।
১৯৪. মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক: শর্মিষ্ঠা। প্রকাশিত হয়: ১৮৫৯ খ্রিষ্টাব্দে।
১৯৫. মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য: তিলোত্তমাসম্ভব। প্রকাশিত হয়: ১৮৬০ খ্রিষ্টাব্দে।
১৯৬। মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য: মেঘনাদবধ। প্রকাশিত হয়: ১৮৬১ খ্রিষ্টাব্দে।
১৯৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস: রাজমোহনস ওয়াইফ।প্রকাশিত হয়: ১৮৬২ খ্রিষ্টাব্দে।
১৯৮। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস : দুর্গেশনন্দিনী। প্রকাশিত হয়: ১৮৬৫ খ্রিষ্টাব্দে।
১৯৯। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম নাটক: তারাবাঈ।
২০০। মীর মশাররফ হোসেনের প্রথম নাটক : বসন্তকুমারী। প্রকাশিত হয়: ১৮৭৩ খ্রিষ্টাব্দে।