বিসিএস বাংলা: চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে/৮

বিসিএস-সহ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর/৮

বাংলা সাহিত্যের বিভিন্ন কবি-সাহিত্যিকের প্রথম সাহিত্যকর্ম

আবীর চৌধুরী মীম

২০১। আবুল মনসুর আহমেদের প্রথম ছোটগল্প: আয়নাপ্রকাশিত হয়: ১৯৩৫ খ্রিষ্টাব্দে।

২০২। আলাউদ্দিন আল আজাদের প্রথম কাব্য: মানচিত্র প্রকাশিত হয়: ১৯৬১ খ্রিষ্টাব্দে।
২০৩। আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস: তেইশ নম্বর তৈলচিত্রপ্রকাশিত হয়: ১৯৬০ খ্রিষ্টাব্দে।
২০৪। আলাউদ্দিন আল আজাদের প্রথম নাটক: মরক্কোর যাদুঘরপ্রকাশিত হয়: ১৯৫৮ খ্রিষ্টাব্দে।
২০৫। আলাউদ্দিন আল আজাদের প্রথম গল্প জেগে আছিপ্রকাশিত হয়: ১৯৫০খ্রিষ্টাব্দে।

২০৬। আলাউদ্দিন আল আজাদের প্রথম প্রবন্ধ  : শিল্পীর সাধনাপ্রকাশিত হয় : ১৯৫৮ সাল।
২০৭।  আহসান হাবীবের প্রথম কাব্য  : রাত্রি শেষপ্রকাশিত হয়  : ১৯৪৬ সাল।
২০৮। গোলাম মোস্তফার প্রথম উপন্যাস : রূপের নেশাপ্রকাশিত হয়  : ১৯২০ সাল।
২০৯.  জসীম উদ্‌দীনের প্রথম কাব্য : রাখালীপ্রকাশিত হয় : ১৯২৭ সাল।
২১০। জহির রায়হানের প্রথম গল্প : সূর্যগ্রহণ প্রকাশিত হয় : ১৯৫৫ সাল।

২১১। রবীন্দ্রনাথ ঠাকুরের রুদ্রচণ্ড প্রকাশিত হয় : ১৮৮১ খ্রিষ্টাব্দে।
২১২।  প্যারীচাঁদ মিত্রের প্রথম উপন্যাস : আলালের ঘরের দুলাল।প্রকাশিত হয় : ১৮৫৮ খ্রিষ্টাব্দে।
২১৩।  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থ  : বেতাল পঞ্চবিংশতি।প্রকাশিত হয় : ১৮৪৭ খ্রিষ্টাব্দে।
২১৪।  রাজা রামমোহন রায়ের প্রথম প্রবন্ধগ্রন্থ  : বেদান্ত। প্রকাশিত হয়  : ১৮১৫ খ্রিষ্টাব্দে।
২১৫।  আবদুল গাফফার চৌধুরীর প্রথম ছোটগল্প  : কৃষ্ণপক্ষ।প্রকাশিত হয় : ১৯৫৯ খ্রিষ্টাব্দে।

২১৬। আবদুল গাফফার চৌধুরীর প্রথম উপন্যাস  : চন্দ্রদ্বীপের উপাখ্যানপ্রকাশিত হয়: ১৯৬০ খ্রিষ্টাব্দে।
২১৭। আবদুল গাফফার চৌধুরীর প্রথম শিশুসাহিত্য : ডানপিটে শওকত।প্রকাশিত হয় : ১৯৫৩ খ্রিষ্টাব্দে।
২১৮।  আবু ইসহাকের প্রথম উপন্যাস  : সূর্যদীঘল বাড়িপ্রকাশিত হয় : ১৯৫৫ খ্রিষ্টাব্দে।
২১৯। আবুল ফজলের প্রথম উপন্যাস  : চৌচিরপ্রকাশিত হয়: ১৯৩৪ খ্রিষ্টাব্দে।
২২০।  আবুল ফজলের প্রথম গল্প  : মাটির পৃথিবীপ্রকাশিত হয় : ১৯৩৪ খ্রিষ্টাব্দে।


—————————————————————
Language
error: Content is protected !!