বিসিএস বাংলা: চাকুরির পরীক্ষার প্রশ্নপত্র থেকে/৯

বিসিএস-সহ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর/৯

বাংলা সাহিত্যের বিভিন্ন কবি-সাহিত্যিকের প্রথম সাহিত্যকর্ম

আবীর চৌধুরী মীম

২২১। আবুল ফজলের প্রথম নাটক  : আলোক লতা। প্রকাশিত হয়  : ১৯৩৪ খ্রিষ্টাব্দে।
২২২.  কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস : বাঁধন হারাপ্রকাশিত হয়  : ১৯২৭ খ্রিষ্টাব্দে।
২২৩. কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা : মুক্তিপ্রকাশিত হয়? : ১৩২৬ বঙ্গাব্দ।
২২৪। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ  : অগ্নিবীণাপ্রকাশিত হয় : ১৯২২খ্রিষ্টাব্দে।
২২৫.  কাজী নজরুল ইসলামের প্রথম নাটক : ঝিলিমিলিপ্রকাশিত হয়  : ১৯৩০ খ্রিষ্টাব্দে।

২২৬.  কাজী নজরুল ইসলামের প্রথম গল্প  : হেনাপ্রকাশিত হয় : ১৩২৬ বঙ্গাব্দ।
২২৭.  কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প  : বাউণ্ডুলের আত্মকাহিনী।

২২৮. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস : বউ-ঠাকুরাণীর হাটপ্রকাশিত হয়  : ১৮৭৭ খ্রিষ্টাব্দে।
২২৯.  রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা  : হিন্দু মেলার উপহারপ্রকাশিত হয়  : ১২৮১ বঙ্গাব্দ।
২৩০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ  : বনফুল। প্রকাশিত হয়: ১২৮২ বঙ্গাব্দ।
২৩১.  রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোটগল্প  : ভিখারিনীপ্রকাশিত হয় : ১৮৭৪ খ্রিষ্টাব্দে।


——————————————————————————————————————————————————-
Language
error: Content is protected !!