ফোর্ট উইলিয়াম কলেজ
১৮০০ খ্রিষ্টাব্দের ৪ঠা মে কলিকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ইষ্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ কর্মকর্তা-কর্মচারীদের বাংলা ভাষা ও সাহিত্য শেখানোর উদ্দেশ্যে ১৮০১ খ্রিষ্টাব্দের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়। শ্রীরামপুর মিশনের পাদ্রি ও বাইবেলের প্রথম বাংলা অনুবাদক উইলিয়াম কেরিকে বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ নিয়োগ করে তাঁর অধীনে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামনাথ বাচস্পতি নামক দুই জনকে পণ্ডিত এবং শ্রীপতি মুখোপাধ্যায়, আনন্দ চন্দ্র, রাজীবলোচন মুখোপাধ্যায়, কাশীনাথ, পদ্মলোচন চূড়ামণি ও রামরাম বসু নামক ছয়জন ব্যক্তিকে সহকারী পণ্ডিত নিযুক্ত করা হয়।
১৮০৭ খ্রিষ্টাব্দে উইলিয়াম কেরিকে বাংলা ও সংস্কৃত বিভাগের সর্বাধ্যক্ষ পদে উন্নীত করা হয়। ১৮০৬ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের হিল্সবারিতে কোম্পানি সরকার, ব্রিটিশ কর্মচারিদের জন্য কলেজ স্থাপন করলে ফোর্ট উইলিয়াম কলেজের গুরত্ব কমে যেতে থাকে। ১৮১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজে শুধু বাংলা বিভাগই সক্রিয় ছিল। ১৮৫৪ খ্রিষ্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ চিরতরে বন্ধ হয়ে যায়।