বিসিএস বাংলা সাধারণ জ্ঞান বঙ্গের আদি কবি

বঙ্গের আদি কবি
মীননাথ ওরফে মৎসেন্দ্রনাথ বঙ্গের আদি কবি। তিনি প্রাচীন ধর্মের শাপে বিনষ্ট বঙ্গবাসীদের পুনরুজ্জীবিত করার জন্য পৃথক কাব্য রচনার মাধ্যমে বঙ্গবাণীর আমোদিত স্রোতধারায় বঙ্গদেশকে বিমোহিত করে তোলার প্রয়াস নিয়েছিলেন। মাৎসেন্দ্রনাথের অপর নাম মীননাথ। চুরাশি জন সহজিয়া বৌদ্ধাচার্যগণের অন্যতম মীননাথ চন্দ্রদ্বীপে জন্মগ্রহণ করেন। কথিত হয় তিনি মৎস্যের উদরে থেকে জলের নিচ হতে হরপার্বতীর রহস্য কথা শ্রবণ করে সিদ্ধিলাভ করেন। অধ্যাপক সিলভা লেভির মতে তিনি ৬৫৭ খ্রিষ্টাব্দে (মতান্তরে ৫২২ খ্রিষ্টাব্দে) নেপাল গমন করেন। নাথ-সাহিত্যে মীননাথের নামান্তর মৎসেন্দ্রনাথ।

Language
error: Content is protected !!