বিসিএস বাংলা সাধারণ জ্ঞান : সংস্কৃত ভাষার প্রথম প্রণয় কাহিনি

সংস্কৃত ভাষায় লিখিত প্রথম প্রণয়কাহিনী সংস্কৃত সাহিত্যে সংস্কৃত ভাষায় লিখিত প্রথম প্রণয়কাহিনী সুবন্ধুর ‘বাসবদত্তা’। সুবন্ধুর ‘বাসবদত্তা’র সঙ্গে প্রাচীনতম ইরানি রোমান্স ‘তধৎরধফৎবং’ ও ‘ঙফধঃরং’-এর প্রভাব লক্ষ্যণীয়।  সংস্কৃত শব্দের উদ্ভাবক প্রসঙ্গত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃতি শব্দটির উদ্ভাবক।   সাধারণ জ্ঞান সমগ্র

জয়দেব গোষ্ঠী ও অভিনব জয়দেব

sশুধু সংস্কৃত ভাষাকে সাহিত্য চর্চার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষণ সেন ‘জয়দেব গোষ্ঠী’ নামে পঞ্চরতেœর সমাবেশ ঘটান। উমাপতি ধর, শরণ, ধোয়ী, গোবর্ধণ আচার্য ও জয়দেব তদকালে পঞ্চরতœ নামে খ্যাত ছিলেন। পঞ্চরতেœর নেতা লক্ষণ সেনের সভাকবি জয়দেব। তিনি সংস্কৃত ভাষায় ‘গীতগোবিন্দ’ কাব্য রচনা করে সারা ভারতে খ্যাতি লাভ করেন। চৈতন্যদেব ‘গীতগোবিন্দ’ কাব্যের একজন ভক্ত ছিলেন। চৈতন্যদেবের নবরসিক বিদ্যাপতি ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত।

 
Language
error: Content is protected !!