sশুধু সংস্কৃত ভাষাকে সাহিত্য চর্চার ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষণ সেন ‘জয়দেব গোষ্ঠী’ নামে পঞ্চরতেœর সমাবেশ ঘটান। উমাপতি ধর, শরণ, ধোয়ী, গোবর্ধণ আচার্য ও জয়দেব তদকালে পঞ্চরতœ নামে খ্যাত ছিলেন। পঞ্চরতেœর নেতা লক্ষণ সেনের সভাকবি জয়দেব। তিনি সংস্কৃত ভাষায় ‘গীতগোবিন্দ’ কাব্য রচনা করে সারা ভারতে খ্যাতি লাভ করেন। চৈতন্যদেব ‘গীতগোবিন্দ’ কাব্যের একজন ভক্ত ছিলেন। চৈতন্যদেবের নবরসিক বিদ্যাপতি ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত।