বিসিএস বাংলা সাধারণ জ্ঞান : কবিওয়ালা পদাবলি বাউল গীতগোবিন্দম

কবিওয়ালা
যেসব ব্যক্তি উপস্থিত ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিষয় নির্বাচন করে ছন্দোবদ্ধ পদ্য রচনা করতেন তারা কবিওয়ালা নামে পরিচিত ছিলেন। তাদের রচিত ছন্দোবদ্ধ পদ্য রচনাকে কবিগান বলা হতো। ১৭৬০ খ্রিষ্টাব্দ হতে ১৮৩০ খ্রিষ্টাব্দ পর্যন্ত কবিগানের প্রসারকাল।

গীত গোবিন্দম
‘গীতগোবিন্দম’ হলো সেন আমলের উল্লেখযোগ্য গ্রন্থ । লক্ষ্মন সেনের সভাকবি ‘জয়দেব’ গ্রন্থটি রচনা করেন। রাধাকৃঞ্চের প্রণয়লীলা ‘গীতগোবিন্দম’ গ্রন্থের মূল বিষয়বস্তু।

পদাবলি
পদাবলি মধ্যযুগের আদিপর্বের সর্বাপেক্ষা শ্রুতিমধুর সাহিত্যকর্ম। ‘পদাবলি’ সাহিত্যে কবির সংখ্যা ছিল ১৫০ জন। এদের মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস প্রমূখ উল্লেখযোগ্য।

বাউল
 উনিশ শতকের সবচেয়ে খ্যাতিমান বাউল লালন শাহ। ১৭৭২ খ্রিষ্টাব্দে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলায় লালন শাহ জন্মগ্রহণ করেন এবং ১৮৯০ খ্রিষ্টাব্দে কুষ্টিয়ায় মারা যান। বাউল কবিদের অধিকাংশই ছিলেন মুসলমান। তবে উনিশ শতকের শেষভাগে হরিনাথ মজুমদার নামক কুষ্টিয়ার একজন হিন্দু কবি বাউল সুরে আধ্যাত্বিক কবিতা রচনা করে কাঙ্গাল হরিনাথ নামে প্রসিদ্ধি হয়ে উঠেছিলেন।

বিসিএস বাংলা সাধারণ জ্ঞান : মধ্যযুগের মহিলা কবি ও দোভাষী পুথি

বিসিএস বাংলা সাধারণ জ্ঞান

Language
error: Content is protected !!