ড. মোহাম্মদ আমীন
শুবাচ বিসিএস সমগ্র/১
পিতার নামের সঙ্গে মায়ের নাম লেখা চালু
১৯৯৮ খ্রিষ্টাব্দের ৯ই ডিসেম্বর উদ্যাপিত রোকেয়া দিবসের এক অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ

হাসিনা পিতার নামের সঙ্গে মায়ের নাম লেখা চালু করার ঘোষণা দেন। ২০০০ খ্রিষ্টাব্দের ২৭শে আগস্ট থেকে এই ঘোষণা কার্যকর হয়। ২০০২ খ্রিষ্টাব্দ থেকে প্রাতিষ্ঠানিক সনদে পিতার নামের সঙ্গে মায়ের নাম লেখা শুরু হয়। এর আগে সনদে কেবল পিতার নাম লেখা হতো।
শুবাচ বিসিএস সমগ্র/২
অধিদপ্তর বনাম পরিদপ্তর
অধিদপ্তর: মন্ত্রণালয় নয়, কিন্তু মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে মহাপরিচালক পদবিধারী একজন কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত কার্যালয় বা দপ্তরকে অধিদপ্তর বলে। অধিদপ্তরের প্রধান মহাপরিচালক সরকারের সচিব বা অতিরিক্ত সচিব পদ-মর্যাদার হয়ে থাকেন। যেমন: পাসপোর্ট অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর।
পরিদপ্তর: সরাসরি সংশ্লিষ্ট অধিদপ্তরের এবং অধিদপ্তরের মাধ্যমে পরোক্ষভাবে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কার্যালয় বা দপ্তরকে পরিদপ্তর বলে। পরিপদপ্তরের প্রধানকে বলা হয় পরিচালক। মহাপরিচালক সাধারণত যুগ্মসচিব বা উপসচিব পদমর্যাদার হয়ে থাকেন।
শুবাচ বিসিএস সমগ্র/৩
অভিবাসী বনাম শরণার্থী
কেউ যখন শিক্ষা,ব্যবসায়, চাকুরি, গবেষণা ইত্যাদির উদ্দেশ্যে নিজ দেশে ছেড়ে অন্যকোনো দেশে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গমন করে তখন তাকে অভিবাসী বলে।
রাজনৈতিক, সামাজিক, জাতিগত, ধর্মীয় বা নিরাপত্তাগত কারণে নিজ জন্মভূমি ছেড়ে আশ্রয়ের সন্ধানে অন্য কোন দেশে অস্থায়ীভাবে অবস্থান করে বা করতে বাধ্য হয় তখন তাকে শরণার্থী বলে। যেমন: বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠী।
শুবাচ বিসিএস সমগ্র/৪
ক্ষুদ্র নৃ-গোষ্টি বনাম উপজাতি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী / আদিবাসী : কোন এলাকার সবচেয়ে প্রাচীন বা আদি জনবসতি ও তাদের সংস্কৃতিকে বোঝাতে আদিবাসী শব্দটি ব্যবহৃত হয়।
আদি জনগোষ্ঠী বলে এরা আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয়। এবং এতে তাদের আগ্রহও নেই।
আদি জনগোষ্ঠী বলে এরা আধুনিক জনগোষ্ঠীর জৈব ও সামাজিক প্রভাবজাত নয়। এবং এতে তাদের আগ্রহও নেই।
উপজাতি এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজস্ব একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলেতে সমর্থ হয়েছে। মূলত রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে জাতি বা উপজাতি নির্দিষ্টকরণ হয়ে থাকে। এরা আদি জনগোষ্ঠী নয়, তবে মূল জনগোষ্ঠী থেকে নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রাখে।
শুবাচ বিসিএস সমগ্র/৫
মহাসাগর, সাগর, উপসাগর ও হ্রদ
মহাসাগর: সীমারেখা নির্ণয় প্রায় দুঃসাধ্য এমন সুবিশাল এলাকা নিয়ে বিস্তৃত জলরাশিকে মহাসাগর বলে। যেমন: প্রশান্ত মহাসাগর। মহাসাগরের আয়তন মূলত ভৌগলকি অনুমানভিত্তিক বিষয়।
সাগর: তুলনামূলকভাবে মহাসাগরের চেয়ে এলাকা নিয়ে বিস্তৃত জলরাশিকে সাগর বলে । যেমন: বঙ্গোপসাগর।

সাগরের আয়তন মূলত ভৌগলকি অনুমানভিত্তিক বিষয়।
উপসাগর: যে সাগরে তিনদিক স্থল সীমানা দ্বারা পরিবেষ্টিত তাকে উপসাগর বলে।
হ্রদ: সাগরের চেয়ে ছোট বিস্তৃত জলরাশি।যার চারদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত থাকে তাকে হ্রদ বলে। যেমন: বৈকাল উপসাগর।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com