Amazing facts about English words and Language
ড. মোহাম্মদ আমীন
Superscript dot: ইংরেজি ভাষায় i বর্ণ ও j বর্ণের ওপর অবস্থিত বিন্দুকে বলা হয়: “superscript dot”।
# চিহ্ন : সাধারণভাবে ব্যবহৃত ‘#’ চিহ্নটি একাধিক নামে পরিচিত। যেমন: hash, pound sign ও number sign.
@ চিহ্ন: ইংরেজিতে ব্যবহৃত ‘@’ অবয়বের চিহ্নটি “the at sign” বা “the at symbol” নামে পরিচিত।
স্বয়ংসম্পূর্ণ সংক্ষিপ্ততম বাক্য: ইংরেজি ভাষার সংক্ষিপ্ততম স্বয়ংসম্পূর্ণ বাক্য হলো: “I am.” তবে ব্যাকরণগতভাবে শুদ্ধ ক্ষুদ্রতম বাক্য হলো: Go.

ইংরেজি ভাষার দীর্ঘতম শব্দ: ইংরেজি অভিধানের দীর্ঘতম শব্দ হলো: Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis.
Alphabet: গ্রিক বর্ণ alpha ও bēta থেকে ইংরেজি “alphabet” শব্দের উদ্ভব।
Oxford comma বা serial comma: কোনো ইংরেজি বাক্যের শেষ শব্দের আগে অবস্থিত ‘and’ শব্দের পূর্বে যে comma দেওয়া হয় তাকে “Oxford comma” বা “serial comma” বলা হয়। যেমন: I eat mango, banana, and orange. I drink coffee, tea, and wine.
Bookkeeper ও Bookkeeping: ইংরেজি ‘bookkeeper’ এবং তৎসংশ্লিষ্ট ‘bookkeeping’ শব্দে তিনটি জোড়বর্ণ পরপর পাওয়া যায়। এমন আর কোনো শব্দ আছে ইংরেজি ভাষায় পাওয়া যায় না। এরূপ কাছাকাছি আর একটি শব্দ করা যায়। তবে এটাকে অনুরূপ ত্রিজোড় সমবর্ণ যুক্ত পঠনযোগ্য শব্দ করতে হলে হাইফেন দিতে হয়। শব্দটি হলো: “sweet-toothed”
Uncopyrightable: প্রতিটি বর্ণ কেবল একবার করে আছে এমন দীর্ঘতম ইংরেজি শব্দ হলো: ‘Subdermatoglyphic’ এখানে রয়েছে ১৭টি শব্দ। দ্বিতীয় দীর্ঘতম শব্দ “uncopyrightable”। এই শব্দে রয়েছে ১৫টি শব্দ।
সর্ববর্ণ সমন্বিত বাক্য: ইংরেজি ২৬ বর্ণের প্রত্যেকটি রয়েছে, এমন একটি বহুল প্রচলিত বাক্য হলো: “The quick brown fox jumps over the lazy dog.
অন্ত্যে “-mt” যুক্ত শব্দ: ইংরেজি ভাষায় কেবল একটি শব্দের শেষ “-mt” আছে। সেই শব্দটি হলো: “dreamt” (“undreamt”)। ইংরেজিতে “-gry” যুক্ত শব্দ আছে কেবল দুটি। যথা: “angry” and “hungry”.
স্বরবর্ণহীন দীর্ঘতম শব্দ: প্রকৃতপক্ষে দৃশ্যমান স্বরবর্ণ (a, e, i, o or u) ছাড়া ইংরেজি ভাষার সবচেয়ে দীর্ঘতম শব্দ হলো: “rhythm”.
দেবতাহীন গ্রহ: ব্রহ্মাণ্ডের একমাত্র গহ হলো earth, যার নাম কোনো দেবতার নামে রাখা হয়নি। অথচ এখানে দেবতার ছড়াছড়ি। আর সব গ্রহ দেবতার নামে রাখা হয়েছে। যেমন: সূর্য থেকে দূরত্বের ক্রমানুসারে: Venus, [Earth,] Mars, Jupiter, Saturn, Uranus, Neptune.
Sequoia (n.): বৃক্ষবিশেষ। ক্যালোফর্নিয়ার জঙ্গলে এ বৃক্ষ পাওয়া যায়। সাত বর্ণের এই শব্দটিতে ইংরেজি বর্ণ q এবং পাচটি স্বরবর্ণ রয়েছে।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক