বিস্ময়কর তথ্যে ইংরেজি ও ইংরেজি ভাষা

Amazing facts about English words and Language

ড. মোহাম্মদ আমীন

Superscript dot: ইংরেজি ভাষায়   i বর্ণ ও j বর্ণের ওপর অবস্থিত বিন্দুকে বলা হয়: “superscript dot”

#  চিহ্ন  : সাধারণভাবে ব্যবহৃত ‘#’ চিহ্নটি একাধিক নামে পরিচিত। যেমন: hash, pound sign ও number sign.

@ চিহ্ন: ইংরেজিতে ব্যবহৃত ‘@’ অবয়বের চিহ্নটি “the at sign” বা “the at symbol” নামে পরিচিত।

স্বয়ংসম্পূর্ণ সংক্ষিপ্ততম বাক্য:  ইংরেজি ভাষার সংক্ষিপ্ততম স্বয়ংসম্পূর্ণ বাক্য হলো: “I am.” তবে ব্যাকরণগতভাবে শুদ্ধ ক্ষুদ্রতম বাক্য হলো: Go.

ড. মোহাম্মদ আমীন

ইংরেজি ভাষার দীর্ঘতম শব্দ:  ইংরেজি অভিধানের দীর্ঘতম শব্দ হলো:  Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis.  

Alphabet: গ্রিক বর্ণ alpha ও bēta থেকে ইংরেজি “alphabet” শব্দের উদ্ভব।

Oxford comma বা serial comma: কোনো ইংরেজি বাক্যের শেষ শব্দের আগে অবস্থিত ‘and’ শব্দের পূর্বে যে comma দেওয়া হয় তাকে “Oxford comma” বা “serial comma” বলা হয়। যেমন:  I eat mango, banana, and orange.  I drink coffee, tea, and wine.

Bookkeeper ও Bookkeeping: ইংরেজি ‘bookkeeper’ এবং তৎসংশ্লিষ্ট ‘bookkeeping’  শব্দে তিনটি জোড়বর্ণ পরপর পাওয়া যায়। এমন আর কোনো শব্দ আছে ইংরেজি ভাষায় পাওয়া যায় না।  এরূপ কাছাকাছি আর একটি শব্দ করা যায়। তবে এটাকে অনুরূপ ত্রিজোড় সমবর্ণ যুক্ত পঠনযোগ্য শব্দ করতে হলে হাইফেন দিতে হয়। শব্দটি হলো: “sweet-toothed”

Uncopyrightable:  প্রতিটি বর্ণ কেবল একবার  করে আছে এমন দীর্ঘতম ইংরেজি শব্দ হলো: ‘Subdermatoglyphic’  এখানে রয়েছে ১৭টি শব্দ। দ্বিতীয় দীর্ঘতম শব্দ “uncopyrightable”। এই শব্দে রয়েছে ১৫টি শব্দ।

সর্ববর্ণ সমন্বিত বাক্য: ইংরেজি ২৬ বর্ণের প্রত্যেকটি রয়েছে, এমন একটি বহুল প্রচলিত বাক্য হলো: “The quick brown fox jumps over the lazy dog.

অন্ত্যে “-mt” যুক্ত শব্দ:  ইংরেজি ভাষায় কেবল একটি শব্দের শেষ “-mt” আছে। সেই শব্দটি হলো: “dreamt” (“undreamt”)। ইংরেজিতে “-gry” যুক্ত শব্দ আছে কেবল দুটি। যথা: “angry” and “hungry”.

স্বরবর্ণহীন দীর্ঘতম শব্দ:  প্রকৃতপক্ষে  দৃশ্যমান স্বরবর্ণ (a, e, i, o or u) ছাড়া ইংরেজি ভাষার সবচেয়ে দীর্ঘতম শব্দ হলো: “rhythm”.

দেবতাহীন গ্রহ:  ব্রহ্মাণ্ডের একমাত্র গহ হলো earth, যার নাম কোনো দেবতার নামে রাখা হয়নি। অথচ এখানে দেবতার ছড়াছড়ি। আর সব গ্রহ দেবতার নামে রাখা হয়েছে। যেমন: সূর্য থেকে দূরত্বের ক্রমানুসারে: Venus, [Earth,] Mars, Jupiter, Saturn, Uranus, Neptune.

Sequoia (n.): বৃক্ষবিশেষ। ক্যালোফর্নিয়ার জঙ্গলে এ বৃক্ষ পাওয়া যায়। সাত বর্ণের এই শব্দটিতে ইংরেজি বর্ণ q এবং পাচটি স্বরবর্ণ রয়েছে।

One এর পর Billion:  one two three এভাবে নিরবচ্ছিন্নভাবে ক্রমান্বয়ে লিখতে লিখতে billion পর্যন্ত না গেলে আপনি b  বর্ণের দেখা  পাবেন না।
Q-এর অপেক্ষায়:  ইংরেজি ভাষায় Q একমাত্র বর্ণ যা প্রতি ৫১০ শব্দে কেবল একবার ব্যবহৃত হয়। queuing: শব্দটিতে পরপর চারটি স্বরবর্ণ রয়েছে।
জেনে রাখুন:  ইংরেজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণ e.  ইংরেজি ভাষার ১১ ভাগ শব্দে e বর্ণটি রয়েছে। ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত স্বরবর্ণ e এরপর a. সবচেয়ে বেশি ব্যবহৃত ব্যঞ্জনবর্ণ r, দ্বিতীয় t. প্রত্যেক সিলেবলে vowel আছে, এমন শব্দ হলো: sound. ইংরেজিতে সবচেয়ে বেশি বর্ণের প্রথম বর্ণ হলো: S.  
শেক্সপিয় ইংরেজি ভাষায় এক হাজারের অধিক নতুন ইংরেজি শব্দ সৃষ্টি যুক্ত করেছে।
ইংরেজিভাষীর সংখ্যা যুক্তরাজ্যের চেয়ে নাইজেরিয়া বেশি।
সারা বিশ্বে কম্পিউটারে সংরক্ষিত তথ্যের ৮০ ভাগ ইংরেজি ভাষায়।
ইংরেজি অভিধানে প্রতিবছর প্রায় ৪০০০ শব্দ যুক্ত হয়।
বহুল ব্যবহৃত দুটি ইংরেজি শব্দ হলো:  I এবং you.
পৃথিবীর  এক চতুর্থাংশ লো ইংরেজি ভাষায় কথা বলে।
ইংরেজি ভাষায় সর্বাধিক ব্যবহৃত বিশেষণ হলো : Good  এবং সবচেয়ে বেশি ব্যবহৃত বিশেষ্য হলো time.
পৃথিবীর ৬৭টি দেশের দাপ্তরিক ভাষা হলো : ইংরেজি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো নির্ধারিত দাপ্তরিক বা রাষ্ট্রীয় ভাষা নেই।
৯০ ভাগ ইংরেজি পরীক্ষা কেবল ১০০০ শব্দের মধ্যে হয়।
‘lol’ শব্দটি ২০১১ খ্রিষ্টাব্দে ইংরেজি অভিধানে স্থান পায়।
ইংরেজি ভাষার সবচেয়ে প্রাচীন শব্দ town, যা এখনও একই বানানে একই উচ্চারণে একই অর্থে ব্যবহৃত হচ্ছে।
ইংরেজি ভাষায় প্রথম অভিধান লিখিত হয় ১৭৫৫ খ্রিষ্টাব্দে।
চলবে—
—————
——————————-

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

Language
error: Content is protected !!