ড. মোহাম্মদ আমীন
৪. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৫ই সেপ্টেম্বর
মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের জন্য ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখকে “বীরশ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয়। তিনি ১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৬ শে ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ খ্রিষ্টাব্দের ৫ই সেপ্টেম্বর শাহাদাত বরণ করেন। তিনি শাহাদাত বরণে তারিখ বিবেচনায় চতুর্থ বীরশ্রেষ্ঠ। নুর মোহাম্মদ শেখের পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জেন্নাতুন্নেসা। তিনি ১৯৫৯ খ্রিষ্টাব্দের ১৪ই মার্চ ইপিআর-এ যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করার পর ১৯৭০ খ্রিষ্টাব্দের ১০ই তাঁকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি ল্যান্স নায়েক পদে উন্নীত হন।
১৯৭১ খ্রিষ্টাব্দের ৫ই সেপ্টেম্বর সুতিপুরে নিজস্ব প্রতিরক্ষা ব্যুহের সামনে যশোর জেলার গোয়ালহাটি গ্রামে নূর মোহাম্মদকে অধিনায়ক করে পাঁচ জনের একটি স্ট্যান্ডিং পেট্রোল পাঠানো হয়। সকাল সাড়ে নয়টার দিকে পাকিস্তানি সেনাবাহিনী তিন দিক থেকে তাঁদের ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। এসময় সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে নূর মোহাম্মদ, সহযোদ্ধা নান্নু মিয়াকে কাঁধে তুলে হাতের এলএমজি দিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। ফলে শত্রুপক্ষ পশ্চাৎপসরণ করতে বাধ্য হয়। হঠাৎ শত্রুর মর্টারের একটি গোলা এসে তাঁর ডান কাঁধে লাগে। আহত নুর মোহাম্মদ শেখ, নান্নু মিয়াকে বাঁচানোর জন্য নিজ হাতের এল.এম.জি সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিয়ে চলে যেতে বরেন এবং মোস্তফার রাইফেল নিয়ে যতক্ষণ না সঙ্গীরা নিরাপদ দূরত্বে সরে যেতে সক্ষম হন ততক্ষণ গুলি চালিয়ে যান। অন্য সঙ্গীরা অনুরোধ করলেন তাদের সাথে যাওয়ার জন্যে। কিন্তু তাঁকে বহন করে নিয়ে যেতে গেলে সবাই মারা পড়বে এই আশঙ্কায় তিনি রণক্ষেত্র ত্যাগে রাজি হলেন না। শেষ পর্যন্ত সঙ্গী চার জন নিরাপদে সরে গেলেন। একসময় তার গুলি পুরিয়ে গেল। পাকিস্তানি বাহিনীরা লোকেরা মৃত্যুপথযাত্রী নুর মোহাম্মদ শেখকে বেয়নেট দিয়ে চোখ দুটো উপড়ে ফেলে। পরে প্রতিরক্ষা সৈনিকরা এসে পাশের একটি ঝাড় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে যশোরের কাশিপুর গ্রামে সমাহিত করেন।
১. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : প্রথম শহিদ বীরশ্রেষ্ঠ
২. বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল : দ্বিতীয় শহিদ বীরশ্রেষ্ঠ
৩. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : তৃতীয় শহিদর বীরশ্রেষ্ঠ
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সমগ্র : লিংক
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডার
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : অপারেশন জ্যাকপট
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধের প্রথম শহিদ প্রথম প্রতিরোধকারী