Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান : পঞ্চম শহিদ বীরশ্রেষ্ঠ – Dr. Mohammed Amin

বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান : পঞ্চম শহিদ বীরশ্রেষ্ঠ

ড. মোহাম্মদ আমীন

. সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান : ২৮ অক্টোবর

মুক্তিযুদ্ধে চরম বীরত্বের স্বীকৃতিস্বরূপ  মোহাম্মদ হামিদুর রহমান “বীরশ্রেষ্ঠ”  খেতাবে ভূষিত হন।  হামিদুর রহমান ১৯৫৩  খ্রিষ্টাব্দের ২রা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খর্দ্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং  ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৮ অক্টোবর শাহাদাত বরণ করেন। মৃত্যুর তারিখ বিবেচনায় সাত বীরশ্রেষ্ঠের মধ্যে তিনি পঞ্চম। তাঁর পিতার নাম আক্কাস আলী মন্ডল এবং মায়ের নাম মোসাম্মাৎ কায়মুন্নেসা। ১৯৭০ খ্রিষ্টাব্দে হামিদুর রহমান সেনাবাহিনীতে সিপাহী পদে যোগ দেন। তাঁর প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তিনি মাত্র ১৮ বছর বয়সে শহীদ হন। তাই তিনি  সাত জন বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বকনিষ্ঠ। 

তাঁকে ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৮ শে অক্টোবর  ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পাকিস্তান বাহিনীর ৩০এ ফ্রন্টিয়ার রেজিমেন্টের যুদ্ধে পাকিস্তান বাহিনীর মেশিনগান পোস্টে গ্রেনেড হামলার দায়িত্ব দেওয়া হয়। দুটি গ্রেনেড সফলভাবে মেশিনগান পোস্টে আঘাত হানার পর হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তিনি মেশিনগান পোস্টে গিয়ে দুই জন পাকিস্তানি সৈন্যের সঙ্গে হাতাহাতি যুদ্ধ শুরু করেন। এভাবে হামিদুর রহমান মেশিনগান পোস্টকে অকেজো করে দিতে সক্ষম হন। এই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করে সীমানা ফাঁড়িটি দখল করে নেন। কিন্তু রক্ষক্ষরণের কারণে তিনি মারা যান। ফাঁড়ি দখলের পরে মুক্তিযোদ্ধারা শহিদ হামিদুর রহমানের লাশ উদ্ধার করে। হামিদুর রহমানের মৃতদেহ সীমান্তের অল্প দূরে ভারতীয় ভূখন্ডে ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামে স্থানীয় এক পরিবারের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ২০০৭  খ্রিষ্টাব্দের ২৭শে অক্টোবর বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হামিদুর রহমানের দেহ বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়। ২০০৭  খ্রিষ্টাব্দের ১০ই ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে। ২০০৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

১. বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : প্রথম শহিদ বীরশ্রেষ্ঠ 

২. বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল : দ্বিতীয় শহিদ বীরশ্রেষ্ঠ

৩. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : তৃতীয় শহিদর বীরশ্রেষ্ঠ

৪.  বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ : চতুর্থ শহিদ বীরশ্রেষ্ঠ

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সমগ্র : লিংক

সাধারণ জ্ঞান সমগ্র

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডার

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : অপারেশন জ্যাকপট

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধের প্রথম শহিদ প্রথম প্রতিরোধকারী