বুঝ্ এবং বোঝ্
বো: বর্তমান কালের নাম ও মধ্যম (সাধারণ ও সম্ভ্রম) পুরুষের একক সমাপিকায়। যেমন: বোঝো, বোঝে, বোঝেন
বু: অতীতের, ভবিষ্যতের, যৌগিক, অসমাপিকা ও উত্তম পুরুষের ক্রিয়ায়। যেমন:
বুঝ/বুঝি(+ল/লাম/লে/লেন/লি/লা/ত/তা/তাম/তে/তেন/তি/তিস/ব/বে/বা/বেন/বি)
বুঝে/বুঝিয়া+ছি(+ল/লাম/লে/লেন/লি/লা)/ছ/ছে/ছেন/ছিস
বুঝ/বুঝিতে+ছি(+ল/লা/লাম/লে/লেন/লি/লা)
অনুজ্ঞা
বুঝ্+উন/উক/ইয়ো/ইস
বোঝ্+এক
শেষ:
তুমি বোঝো। সে বোঝে। আপনি/তিনি বোঝেন (তুই) বোঝেক। এই চারটি ক্রিয়াপদ ছাড়া, বাকিগুলোয় বুঝ্ ব্যবহৃত হয়। এটি উঠ্ আদিগণ থেকে এসেছে। অনুরুপ, উড়্ শুন্ ফুট্ খুঁজ্ খুল্ ডুব্ তুল্ গুন্ খুঁড়্ চুষ্ জুড়্ ঝুঁক্ টুক্ ঠুক্ ঢুক্ তুষ্ দুল্ ধুন্ পুষ্ ফুল্ বুন্ ভুল্।
সূত্র: Md Ridwanullah, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)
বিস্তারিত: বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন