বৈদিক যুগ ও তার বিস্তৃতি
‘বেদ’ গ্রন্থকে কেন্দ্র করে গড়ে ওঠা আর্য সভ্যতাই ছিল বৈদিক যুগের ভিত্তি। বেদ বিশ্বের প্রাচীনতম প্রাপ্ত গ্রন্থগুলির অন্যতম। এটি মেসোপটেমিয়া ও প্রাচীন মিশরের ধর্মগ্রন্থগুলোর সামসময়িক। বৈদিক যুগের বিস্তৃতি ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিষ্টপূর্বাব্দ। এ সময় হিন্দুধর্ম ও প্রাচীন ভারতীয় সমাজের বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের মূল ভিত্তিগুলো স্থাপিত হয়।