ড. মোহাম্মদ আমীন
ভৃত -ভৃৎ পরভৃত পরভৃৎ: সংস্কৃত ‘ভৃত’ অর্থ বিশেষণে অন্যের দ্বারা লালিত (পরভৃত, কোকিল), পালিত; ভরা, পূর্ণ। পরভৃত অর্থ কোকিল। সংস্কৃত ‘-ভৃৎ’ অর্থ বিশেষ্যে যে লালন করে, বিশেষণে লালনকারী (পরভৃৎ, কাক)। পরভৃৎ অর্থ কাক। লালনকারী ‘পরভৃৎ’ বা কাক তার আস্ত-ত-এর অর্ধেক পরভৃত বা কোকিলকে লালন করার জন্য ব্যয় করে। তাই লালনকারী পরভৃৎ বা কাককে ‘খণ্ড-ৎ’ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজন্য তার বানান পরভৃৎ। অন্যদিকে, ‘ভৃত’ শব্দের আরেকটি অর্থ পূর্ণ। তাই তার বানানে আস্ত-ত। এজন্য কোকিল অর্থ পরভৃত এবং কাক অর্থ পরভৃৎ।
ভূয় ভূয়োভূয় ভূয়সী ভূয়িষ্ঠ ভূয়োদর্শন ভূয়োদর্শিতা: সংস্কৃত ‘ভূয়’ অর্থ ক্রিয়াবিশেষণে পুনরায়, প্রচুর পরিমাণে; বিশেষণে অনেক, বিস্তর, বহুল। ভূয়োভূয়ো অর্থ পুনঃপুন, বারবার। ভূয়সী ও ভূয়িষ্ঠ অর্থ বিশেষণে বিস্তর, প্রচুর, প্রভূত, বহুল। ভূয়োদর্শন ও ভূয়োদর্শিতা অর্থ— অনেক দেখেশুনে অর্জিত অভিজ্ঞতা। ভূয়িষ্ঠ বানানে ষ্ঠ। কারণ, তৎসম শব্দে ঠ-এর আগে ষ বসে। অধিকন্তু অ আ ছাড়া অন্য স্বরবর্ণের পরস্থিত স, ষ হয়ে যায়। নিমোনিক: ভূয়-যুক্ত শব্দগুলোর সঙ্গে জ্ঞান, ভূঁই ও প্রাচুর্য জড়িত। এরা ভুয়া নয়। ভূমির মতো প্রাচুর্যময়। তাই বানানে ঊ-কার আবশ্যক। কারণ, ভূঁইয়াগণ এমন গুণের অধিকারী হয়। বানান করার সময় কথাটি মনে রাখলে শুদ্ধ বানানের জন্য ভূয়সী প্রশংসার অধিকারী হতে পারবেন। আমার মতো লজ্জায় পড়তে হবে না।
সূত্র: নিমোনিক বাংলা বানান অভিধান (প্রকাশনীয়), ড. মোহাম্মদ আমীন।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩