১। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান [প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৬; পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ: এপ্রিল ২০১৬] -এর পরিশিষ্ট ক হিসেবে সংযুক্ত বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম [পরিমার্জিত সংস্করণ ২০১২] ২.২ থেকে পাই: প্রমিত বানান ‘ব্যাঙ’, যা একটি উদাহরণ হিসেবে ঠিক এ-বানানরূপেই লিখেছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
২। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অন্তর্ভুক্ত করেছে ‘ব্যাং’; এবং অন্তর্ভুক্ত করেনি ‘ব্যাঙ’, যে-রূপটি তারই পরিশিষ্ট ক-য়ে প্রমিত বাংলা বানানের নিয়ম ২.২-এ অন্তর্ভুক্ত দেখতে পাই।
৩। এ-বৈপরীত্য সত্ত্বেও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান তার মুখবন্ধে দাবি করেছে, “এই অভিধানে ২০১২ সালে প্রকাশিত ‘বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম’ অনুসরণ করা হয়েছে।”
৪। বাংলা একাডেমি কি এ-বৈপরীত্যটি আমলে নেবে এবং দ্রুত—আগামী ২৪ ঘণ্টায় না হোক, ২০১৯ সালটি বিদায় নেবার আগে— সংশোধনী প্রকাশ করবে? হার্ডকপি না হোক, তার ওয়েবসাইটে বা তার ওয়েবপেইজে অভিধানের সংশ্লিষ্ট ভুক্তির সংশোধিত রূপের সফটকপি প্রকাশ করবে?
আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ, প্রিয় শুবাচি ও বাংলা একাডেমি!