ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র : পাছাভারাক্রান্ত শব্দ

ড. মোহাম্মদ আমীন 
কার্যকর, কার্যকরী ও কার্যকারী— শব্দের অর্থ ও পদমর্যাদা অভিন্ন। তাই ব্যবহার এবং প্রয়োগেও কোনো পার্থক্য নেই। বাংলা একাডেমি আধুুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত এই শব্দ-তিনের অর্থ— বলবৎ, ফলদায়ক, উপযোগী, ক্রিয়াসাধক প্রভৃতি।সংস্কৃতে শুধু প্রাণী নয়, কাগজ-কলম, লতাপাতা, আকাশ-বাতাস, দিন-মাস, সময়-অসময় এমনকি জল-বল আর চিন্তাচেতনাকেও ইন-প্রত্যয় লাগিয়ে স্ত্রীবাচক প্রকৃতির করে নেওয়ার বিশেষ রেওয়াজ বেশ জনপ্রিয় ছিল। সে সূত্রে সংস্কৃতে ‘কার্যকর’ শব্দের অন্ত্যে ইন-প্রত্যয় দিয়ে ‘কার্যকরী’‘কার্যকারী’ শব্দ গঠন করা হয়েছে। এরূপ ইন-প্রত্যয় আক্রান্ত আরও অনেক শব্দের ব্যবহার বাংলায় দেখা যায়। যেমন— বিবরণী, জন্মবার্ষিকী, শতাব্দী প্রভৃতি। 
সংস্কৃতের অনুসরণে বাংলায় এমন শব্দের ব্যবহার চালু হলেও প্রকৃত অর্থে বাংলায় ইন-প্রত্যয়ান্ত শব্দ না-হলেও চলে। অধুনা বাংলায়  ইন-প্রত্যয়ান্ত শব্দের ব্যবহার ক্রমশ কমে আসছে। এটি বাংলার স্বকীয়তার পরিচায়ক। যেখানে একই অর্থের একটি সুন্দর ও শোভন শব্দ (কার্যকর) কার্যকর রয়েছে, সেখানে অযথা পাছাভারাক্রান্ত ইন-প্রত্যয় ‘কার্যকরী’ বা ‘কার্যকারী’ ব্যবহার না-করাই সমীচীন। অনেকে লিখে থাকেন কার্যকরী পরিষদ, কার্যবিবরণী— আমি লিখি ‘কার্যকর পরিষদ। কার্যবিবরণীও  লিখি না, লিখি কার্যবিবরণ; জন্মবর্ষ, শতক, শতাব্দ প্রভৃতি।
শুবাচ অভিধান; এক মিনিটের পাঠশালা
আলিংগন নয়, লিখুন— আলিঙ্গন।
আলোচ্যমান নয়, লিখুন— আলোচ্য
আশংকা নয়, লিখুন—  আশঙ্কা
 আশক্তি নয়, লিখুন—  আসক্তি
 আশ্বস্থ  নয়, লিখুন— আশ্বস্ত
আস্তাকুঁড় নয়, লিখুন— আঁস্তাকুড়
 ইংগিত নয়, লিখুন — ইঙ্গিত
 ইতঃস্তত নয়, লিখুন— ইতস্তত
 ইতিপূর্বে নয়, লিখুন — ইতঃপূর্বে (ইতিপূর্বে প্রচলিত ভুল)।
 ইতিমধ্যে নয়, লিখুন — ইতোমধ্যে (তবে ইতিমধ্যে বহুল প্রচলিত)।
——————————————————————————————————
Language
error: Content is protected !!