ড. মোহাম্মদ আমীন
কার্যকর, কার্যকরী ও কার্যকারী— শব্দের অর্থ ও পদমর্যাদা অভিন্ন। তাই ব্যবহার এবং প্রয়োগেও কোনো পার্থক্য নেই। বাংলা একাডেমি আধুুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত এই শব্দ-তিনের অর্থ— বলবৎ, ফলদায়ক, উপযোগী, ক্রিয়াসাধক প্রভৃতি।সংস্কৃতে শুধু প্রাণী নয়, কাগজ-কলম, লতাপাতা, আকাশ-বাতাস, দিন-মাস, সময়-অসময় এমনকি জল-বল আর চিন্তাচেতনাকেও ইন-প্রত্যয় লাগিয়ে স্ত্রীবাচক প্রকৃতির করে নেওয়ার বিশেষ রেওয়াজ বেশ জনপ্রিয় ছিল। সে সূত্রে সংস্কৃতে ‘কার্যকর’ শব্দের অন্ত্যে ইন-প্রত্যয় দিয়ে ‘কার্যকরী’ ও ‘কার্যকারী’ শব্দ গঠন করা হয়েছে। এরূপ ইন-প্রত্যয় আক্রান্ত আরও অনেক শব্দের ব্যবহার বাংলায় দেখা যায়। যেমন— বিবরণী, জন্মবার্ষিকী, শতাব্দী প্রভৃতি।
সংস্কৃতের অনুসরণে বাংলায় এমন শব্দের ব্যবহার চালু হলেও প্রকৃত অর্থে বাংলায় ইন-প্রত্যয়ান্ত শব্দ না-হলেও চলে। অধুনা বাংলায় ইন-প্রত্যয়ান্ত শব্দের ব্যবহার ক্রমশ কমে আসছে। এটি বাংলার স্বকীয়তার পরিচায়ক। যেখানে একই অর্থের একটি সুন্দর ও শোভন শব্দ (কার্যকর) কার্যকর রয়েছে, সেখানে অযথা পাছাভারাক্রান্ত ইন-প্রত্যয় ‘কার্যকরী’ বা ‘কার্যকারী’ ব্যবহার না-করাই সমীচীন। অনেকে লিখে থাকেন কার্যকরী পরিষদ, কার্যবিবরণী— আমি লিখি ‘কার্যকর পরিষদ। কার্যবিবরণীও লিখি না, লিখি কার্যবিবরণ; জন্মবর্ষ, শতক, শতাব্দ প্রভৃতি।
শুবাচ অভিধান; এক মিনিটের পাঠশালা
আলিংগন নয়, লিখুন— আলিঙ্গন।
আলোচ্যমান নয়, লিখুন— আলোচ্য
আশংকা নয়, লিখুন— আশঙ্কা
আশক্তি নয়, লিখুন— আসক্তি
আশ্বস্থ নয়, লিখুন— আশ্বস্ত
আলোচ্যমান নয়, লিখুন— আলোচ্য
আশংকা নয়, লিখুন— আশঙ্কা
আশক্তি নয়, লিখুন— আসক্তি
আশ্বস্থ নয়, লিখুন— আশ্বস্ত
আস্তাকুঁড় নয়, লিখুন— আঁস্তাকুড়
ইংগিত নয়, লিখুন — ইঙ্গিত
ইতঃস্তত নয়, লিখুন— ইতস্তত
ইতিপূর্বে নয়, লিখুন — ইতঃপূর্বে (ইতিপূর্বে প্রচলিত ভুল)।
ইংগিত নয়, লিখুন — ইঙ্গিত
ইতঃস্তত নয়, লিখুন— ইতস্তত
ইতিপূর্বে নয়, লিখুন — ইতঃপূর্বে (ইতিপূর্বে প্রচলিত ভুল)।
ইতিমধ্যে নয়, লিখুন — ইতোমধ্যে (তবে ইতিমধ্যে বহুল প্রচলিত)।
——————————————————————————————————