ড. মোহাম্মদ আমীন
ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র
দুই মিনিটের পাঠশালা
অগনতি (গুণে শেষ করা যায় না এমন, অগণ্য), কিন্তু অগণিত (গোনা হয়নি এমন, গণনার অসাধ্য): অতৎসম ‘গনতি’ শব্দ থেকে ‘অগনতি’ (অ+গনতি) শব্দের উদ্ভব।‘অগনতি’ অতৎসম শব্দ। তাই ‘অগনতি’ শব্দের বানানে ‘দন্ত্য-ন’। উদাহরণ: তিনি অগনতি টাকার মালিক। ‘অগণিত’ (ন+√গণ্+ত) সংস্কৃত শব্দ । তাই, ‘গণ’ শব্দ-অনুসরণে বানানে ‘মূর্ধন্য-ণ’। উদাহরণ: ব্রহ্মাণ্ডে নক্ষত্রের সংখ্যা অগণিত। প্রসঙ্গত, ‘গণ’ শব্দের বানানে কোনো সূত্র ছাড়াই স্বাভাবিকভাবে ‘মূর্ধন্য-ণ’ হয়।
অঘ্রাণ (গন্ধহীন), কিন্তু অঘ্রান (অগ্রহায়ণ মাস): ‘গন্ধহীন’ অর্থে ব্যবহৃত ‘অঘ্রাণ’ একটি সংস্কৃত শব্দ। তাই ‘ণত্ব-বিধি’ অনুযায়ী শব্দটির বানানে ‘মূর্ধন্য-ণ’ হয়। উদাহরণ: বিশুদ্ধ জল একটি অঘ্রাণ তরল।‘অঘ্রান’ সংস্কৃত ‘অগ্রহায়ণ’ শব্দের কোমল রূপ। শব্দটি অতৎসম, তাই বানান ‘মূর্ধন্য-ণ’ বিবর্জিত। উদাহরণ: ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে —। প্রসঙ্গত, অতৎসম শব্দের বানানে ‘মূর্ধন্য-ণ’ হয় না।
ফাউ
‘অগস্ট’ ও ‘আগস্ট’ দুটোই প্রমিত, কিন্তু আগস্ট বহুল প্রচলিত।
অংক নয়, লিখবেন অঙ্ক।অঙ্ক অর্থ গণিত। তাই, গণিতের মতো ‘অঙ্ক’ বানানটিও জটিল যুক্তাক্ষরে সজ্জিত।
অঙ্গিভঙ্গি নয়, লিখুন অঙ্গভঙ্গি।
ক্ষ-এর পর সাধারণত ‘মুর্ধন্য-ণ’ হয়, কিন্তু ‘এক্ষুনি’ বানানে দন্ত্য-ন। নিমোনিক হচ্ছে, খুনি বানানে দন্ত্য-ন, তাই এক্ষুনি বানানেও ‘দন্ত্য-ন’।
———————————————————————–
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পর্যবেক্ষণ ও পরিশীলনে: হায়াৎ মামুদ, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.