ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র
ড. মোহাম্মদ আমীন
বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘ধনিকা’ শব্দ হতে জাত অতৎসম ‘ধনি’ শব্দের অর্থ সুন্দরী নারী, যুবতি, কুলবধূ প্রভৃতি। প্রয়োগ : সোহাগ চাঁদ বদনী ধনি নাচ তো দেখি। প্রসঙ্গত, বধূ শব্দের অর্থ বউ, স্ত্রী; কিন্তু ‘বধুঁ’ শব্দের অর্থ বন্ধু।
বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত এবং সংস্কৃত ‘ধন্য’ হতে জাত অতসৎম ‘ধনি’ শব্দের অর্থ প্রশংসনীয়, ভাগ্যবতী প্রভৃতি। প্রয়োগ : ধনী লোকের ধনি কাজ, কীসের শরম কীসের লাজ। ধন থাকলে সব কাজই ধনি হয়ে যায়।
বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘ধন’ (ধন+ইন্) শব্দের অর্থ ধনবান, বিত্তশালী, মহাজন, দক্ষ, কুশল। শব্দটির স্ত্রীলিঙ্গ ধনিনী।ধন সংস্কৃত শব্দ, তাই বানানে ঈ-কার।কিন্তু কখন ই-কার এবং কোথায় ঈ-কার তা সহজে মনে রাখা যায় না। অনেক সময় গন্ডগোল লেগে যায়। তাই একটা নিমোনিক দেওয়া হলো :
‘ধন’ যে ব্যক্তির কাছে থাকে সে ব্যক্তি ধনের স্ত্রী হয়ে যায়। ধন-রূপী স্ত্রীর মতো ধনের কথায় উঠবস করে। স্ত্রী বানানে ঈ-কার। তাই ধন-এর স্ত্রী ‘ধনী’ বানানেও ঈ-কার। আর একটা বিষয় : ধনীর বিপরীত গরিব। ‘ধনী’ শব্দের বানানে ঈ-কার; তাই গরিব বানানে ই-কার।
নিরবিচ্ছিন্ন নয়, লিখুন নিরবচ্ছিন্ন (নির্+ অবচ্ছিন্ন = নিরবচ্ছিন্ন)।
সূত্র : ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পর্যবেক্ষণ ও পরিশীলনে হায়াৎ মামুদ, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.