ড. মোহাম্মদ আমীন
পি-পু-ফি-শু
পি-পু-ফি-শু একটি ব্যতিক্রমী, কিন্তু বেশ অর্থবহ বাংলা শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে এটি দেশি শব্দ। বিশেষ্যে শব্দটির অর্থ, পিঠ পুড়ছে ফিরে শুই, কিন্তু বিশেষণে শব্দটির অর্থ অত্যন্ত অলস, কুঁড়ের বাদশা প্রভৃতি। বাংলা ভাষায় একটি শব্দে তিনটি হাইফেন, চাট্টিখানি কথা নয়।
সূত্র : বাংলা শব্দের পৌরাণিক উৎস, ড. মোহাম্মদ আমীন, পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা, মূল্য : ৪৫০ টাকা।
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন