ড. মোহাম্মদ আমীন
ব্লগ (Blog) ইংরেজি শব্দ।Blog শব্দটি Weblog এর সংক্ষিপ্ত রূপ। বাংলায় blog শব্দের কোনো প্রতিশব্দ বা পারিভাষিক শব্দ নেই। ব্লগ-এর কার্যক্রম পর্যালোচনা করে বাংলায় এর অর্থ হতে পারে : অনলাইনভিত্তিক ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগারগণ তাদের ওয়েবসাইটে পত্রিকার মতো বিভিন্ন লেখা, ছবি প্রভৃতি যুক্ত করেন এবং আগ্রহী পাঠক বা দর্শকগণ সেখানে মন্তব্য করতে পারেন। blog শব্দের কোনো পরিভাষা না-থাকায় এরূপ অনলাইনভিত্তিক ব্যক্তিগত পত্রিকাটিকে বাংলাতেও ব্লগ এবং যারা ব্লগে লেখালেখি করেন তাদের ব্লগার বলা হয়। তবে ব্লগ শব্দের কার্য ও উদ্দেশ্য পর্যালোচনা করে বাংলায় এর সুন্দর পরিভাষা করা যায়।
ব্লগ (blog) শব্দের যৌক্তিক বাংলা পরিভাষা হচ্ছে — পঠ। পঠ থেকে পঠন। পঠন শব্দের অর্থ অধ্যয়ন, অনুশীলন প্রভৃতি। পঠ শব্দের অর্থ হলো : লেখা-পড়ার অনলাইনভিত্তক পট, পঠন ক্ষেত্র। ব্যক্তিগত যে অনলাইন পত্রিকা থেকে পাঠ করা যায় এবং যেখানে পাঠ করার জন্য লেখা পাঠানো যায়, বিলি করা যায় বা সাঁটানো যায় তাকে ব্লগ বলা হয়। যিনি পঠে (blog) লেখেন তাকে ইংরেজিতে বলা হয় blogger এবং বাংলায় বলা যায় : পঠক, পঠুয়া প্রভৃতি। শব্দটির অর্থ যিনি পঠে লেখেন, পঠে লেখায় দক্ষ, পঠে লেখায় অভ্যস্ত, পঠে লেখা যার পেশা প্রভৃতি।
Total Page Visits: 238 - Today Page Visits: 3