ড. মোহাম্মদ আমীনবাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত ভ্রাতৃজায়া (স. ভ্রাতৃজায়া>) থেকে উদ্ভূত এবং বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত অতৎসম ‘ভাবি’ শব্দের অর্থ জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী, বউদি ইত্যাদি। সংস্কৃত ‘ভাবী’ (ভবিষ্যৎ) থেকে উদ্ভূত এবং বাক্যে ক্রিয়াবিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘ভাবা’ অর্থাৎ চিন্তা করা অর্থ প্রকাশেও উত্তম পুরুষে ভাবি (চিন্তা করি) ব্যবহৃত হয়। প্রয়োগ: জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী, বৌদি (বিশেষ্য) : বড়ো ভাই দানু মিয়ার বউকে আমি বড়ো ভাবি ডাকি। চিন্তা করি (ক্রিয়াবিশেষ্য) : আমি এসব নিয়ে আর ভাবি না। উভয়ার্থে : ভাবি (বৌদি), বিদেশে আমি সারাক্ষণ শুধু দেশের কথা ভাবি (চিন্তা করি)। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘ভাবী’ (স. √ভূ+ইন্) শব্দের অর্থ ভবিষ্যৎ, অনাগতকাল, ভবিষ্যতে হবে এমন। প্রয়োগ: ভবিষ্যৎ : ভাবী তার উজ্জ্বল। অনাগতকাল : আশীর্বাদ করি, ভাবী তোমার মঙ্গলময় হোক।ভবিষ্যতে হবে এমন : বর্তমান প্রজন্মের দায়িত্ব ভাবী-শিশুদের জন্য পৃথিবীকে নিরাপদ রাখা। ‘ভাবি’ বিশেষ্য এবং ‘ভাবী’ বিশেষণ। বানান এবং অর্থের মতো উৎস আর পদ-বিশেষেও শব্দ দুটো ভিন্ন।অনেকে জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী অর্থে ‘ভাবী’ লিখেন— এমন লিখবেন না। জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী অর্থে ব্যবহৃত ‘ভাবি’ শব্দটি অতৎসম। এটার বানানে ই-কার হবে, ঈ-কার নয়। বড়ো ভাইয়ের বউকে বলা হয় ‘ভাবি’, ‘ভাবী’ নয়। যেমন :সে আমার ভাবী পুত্রবধূ। আমি শুধু তার কথা ভাবি, ভাবি বললেন আমি এত ভাবি না,আমি বললাম না ভাবি, আমিও এত ভাবি না, অল্প অল্প ভাবি, কী আছে ভাবী-জীবনের ভাবী-সন্তানদের জন্য একটা ভাবতে হয় বইকি।
Please chech your speech and the spelling on bengali to bengali publised by Bangla Academy. You are supposed not to be right.