ভাবীর মাংস মেয়ের দুধ

ড. মোহাম্মদ আমীন

বাংলা বাজার গেলে পুথিনিলয় অফিসে প্রকাশক শ্যামলদা-র অফিসে আড্ডা দিই। এমন সময় যাই, যাতে দুপুরের খাবারটা ওখানে সারতে পারি। আমি যাব জানলে শ্যামলদা বাসা থেকে অতিরিক্ত খাবার আনিয়ে নেন।

সেদিন দুপুরে শ্যামলদার অফিসে খাচ্ছিলাম। মাংসের চেয়ে মাছই আমার পছন্দ। তাই মাছ থাকলে সাধারণত মাংস খাই না। শ্যামলদা বার বার মাংস খাওয়ার তাগিদ দিচ্ছিলেন।

বললাম : আমি খাব না।

শ্যামলদা : আপনার ভাবীর হাতের মাংস, খুব স্বাদ। খেয়ে দেখুন, জিহ্বা আটকে যাবে।

আমার হাসিটা হাঁচিতে রূপ নেয় : ভাবীর হাতের মাংস !

শ্যামলদা : সত্যি বলছি, আপনার ভাবীর হাতের মাংস। মুখে দিলে বুঝতে পারবেন।

আপনি ভাবীর হাতের মাংস রান্না করে নিয়ে এসেছেন? না শ্যামলদা, আমি নরমাংস খাই না।

শ্যামল দা : মানে, আপনার ভাবীর নিজের রান্না করা মাংস।

পুরো ভাবীকে রান্না করে ফেলছেন। হায়! হায়! এতক্ষণ বলেছেন হাত, এবার পুরো ভাবী!

শ্যামলদা : না আমীন ভাই, আপনার ভাবীর মাংস নয়, মুরগীর মাংস।

এতক্ষণ যে বললেন, ভাবীর মাংস!

শ্যামলদা : আমি বলতে চাইছি, আপনার ভাবী রান্না করেছেন।

আমি এতক্ষণ যে মজা করছিলাম তা উগরে দিয়ে বললাম : তা-ই বলেন।

এবার আসি দুধে।

ডাইনিং টেবিলে গ্লাস-ভর্তি দুধ দেখে অফিস ফেরত গৃহকর্তা ডাক দেন : এগুলো কার দুধ?

রিডিং রুম থেকে কন্যা নান্সি বলল : আমার দুধ।খেয়ে নাও।

নান্সি : বাবা, আমি এখন খাব না।

ঠাণ্ডা হয়ে যাচ্ছে দেখে তৃষ্ণার্থ গৃহকর্তা মেয়ের জন্য রাখা দুধ খেতে শুরু করে।

ছোট শিশু, মিশু বাবার কাণ্ড দেখে মায়ের কাছে দৌঁড়ে যায়। সে মায়ের গুপ্তচর। বাবার সব কথা মায়ের কাছে অবিকল তুলে ধরে। বিনিময়ে পায় সোহাগ, কয়েকটা চুমো এবং পশ্রয়।

মা?

আবার কী করেছে তোমার আব্বু? আগ্রহে উথলে ওঠে মিশুর আম্মুর

মিশু : আব্বু না – – –

হ্যাঁ, বলো, বলো, তোমার কোনো ভয় নেই, আমি আছি না।

মিশু : আব্বু, আমার আপুর দুধ খাচ্ছে।

গবেষণা, প্রাতিষ্ঠানিক অধ্যয়ন, মাতৃভাষা জ্ঞান, প্রাত্যহিক প্রয়োজন, শুদ্ধ বানান চর্চা এবং বিসিএস-সহ যে-কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অতি প্রয়োজনীয় কয়েকটি লিংক :

শুবাচ লিংক

শুবাচ লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

নাটোর জেলার নামকরণ

চকরিয়ার ইতিহাস ও ঐতিহ্য

মানিকগঞ্জ জেলার নামকরণ ও ঐতিহ্য

হাতিয়া উপজেলার নামকরণ ইতিহাস ও ঐতিহ্য

পটুয়াখালী আগুনমুখা নদীর নামকরণ

ভেদরগঞ্জ উপজেলা ও ইউনিয়নসমূহের নামকরণ

আমিও পুলিশ ছিলাম

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ভুল আর ভুল

চটি পড়বেন না পরবেন

তৈরি তৈরী দুঃসংবাদ

তিন শ-য়ের বাড়াবাড়ি

যত দোষ নন্দ ঘোষ

দুর্গাপূজার বানান দুর্গতি

সবুরে মেওয়া ফলে

অবাক শব্দ সবাক অর্থ

উনপঞ্চাশ বায়ু

চড়ুইভাতি

সুধি বনাম সুধী

Language
error: Content is protected !!