ভারতবর্ষের মুসলিম শিক্ষার দিশারি: সৈয়দ আহমদ খান বাহাদুর

 
ভারতবর্ষের বিখ্যাত  শিক্ষাবিদ ও রাজনীতিবিদ স্যার সৈয়দ আহমদ খান বাহাদুর  ১৮১৭ খ্রিষ্টাব্দের ১৭ই অক্টোবর জন্মগ্রহণ করেন এবং ১৮৯৮ খ্রিষ্টাব্দের  ২৭শে মার্চ মারা যান। তাঁর জন্মনাম সৈয়দ আহমেদ তাকভি। তিনি সাধারণ্যে স্যার সৈয়দ নামে সমধিক পরিচিত। তিনি ভারতের মুসলিমদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা পালন করেন। এজন্য তিনি মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ।যা অধুনা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। তাঁর চিন্তাচেতনা মুসলিমদের মধ্যে একটি নতুন মূল্যবোধের জন্ম দেয়।যাকে কেন্দ্র করে মুসলিম বুদ্ধিজীবীদের আলিগড় আন্দোলনের  সূচনা ঘটে। 
————
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
Language
error: Content is protected !!