ড. মোহাম্মদ আমীন
‘বৈদিক সাহিত্য সূত্র থেকে জানা যায় শুরুর দিকে ভারতে অনুপ্রবেশকারী আর্যরা পাঁচটি গোষ্ঠীতে বিভক্ত ছিল। এদের মধ্যে পারস্পরিক সংঘাত লেগেই থাকতো। এই পাঁচ গোষ্ঠীর মধ্যে প্রধান গোষ্ঠীর নাম ছিল ‘ভরত’। অনেকের মতে এ নাম থেকেই ‘ভারতবর্ষ’ নামের উদ্ভব। ভরত গোষ্ঠীর প্রধানের নাম ছিল ‘দিবদাস’। তাঁর পুত্র সুদাস ‘পুরু’ নামে অন্য এক আর্য গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এ যুদ্ধে তাঁদের সাহায্য করেছিলেন স্থানীয় অধিবাসীরা। ‘দশরাজার যুদ্ধে’ জয়লাভের খ্যাতি ছিল সুদাসের, পুরাণে বর্ণিত ‘কুরু’ জাতির সৃষ্টি হয়েছিল ভরত ও পুরু গোষ্ঠীর একত্রিত রূপ থেকে।