ভারি ও ভারী
বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত ‘‘ভারি’ শব্দের অর্থ —খুব, অত্যন্ত, অতিশয়, অত্যধিক, অতি, দারুণ প্রভৃতি। যেমন:
ভারি মিষ্টি মেয়ে।
ভারি মজার লোক।
ভারি মজা পেলাম তার কথায়।
“আমার মেয়ে দুষ্ট ভারি, কেমন থাকি তাকে ছাড়ি।”
ভারি বৃষ্টি, ভারি শীত, ভারি কষ্ট, ভারি দুঃখ, ভারি আনন্দ।
বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘ভারী’ শব্দের অর্থ অতিরিক্ত ভারযুক্ত (ভারী বোঝা), দায়িত্বপূর্ণ (ভারী কাজ), ভারবাহক, গুরুভার, দায়িত্বভার প্রভৃতি। যেমন:
এত ‘ভারী’ দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে না।
এত ভারী বোঝা বহন করা শিশুটির পক্ষে সম্ভব নয়।
প্রতিষ্ঠানটিকে রক্ষা করা ভারী কষ্টের হয়ে গেল।
বিশেষ্যে ‘ভারী’ শব্দটির অর্থ— যে ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ভিস্তি ভরা জল সরবরাহ করে।
‘ভারী’ ও ‘ভারি’ ভিন্ন অর্থ বহন করলেও একই অর্থে ব্যবহৃত হতেও দেখা যায়। এমন ব্যবহার প্রচলিত হলেও প্রমিত নয়।