ড. মোহাম্মদ আমীন
‘ভাল’এর ইংরেজি প্রতিশব্দ forehead, brow, fate ইত্যাদি। ‘ভালো/ ভাল’ শব্দদ্বয়ের ইংরেজি প্রতিশব্দ good, fair, excellent ভালো শব্দটি ‘ভাল’ হিসেবেও লেখা হয়।অনেক অভিধানে ‘ভাল’ good অর্থে দ্বিতীয় ঘরে শুদ্ধ দেখানো হয়েছে। তবে যেহেতু দুটি বানানে পার্থক্য আছে সেহেতু গুড বলতে ভালো লেখাই বিধেয়। আর একটা কথা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে good অর্থে কেবল ‘ভালো’ শব্দটিকে স্থান দিয়েছে। ওই অভিধানমতে, ‘ভাল’ অর্থ ভাগ, কপাল ইত্যাদি।