ড. মোহাম্মদ আমীন
ভাল ভালো; কাল কালো: ভালোবাসা ও ভালবাসা
‘ভাল’ শব্দের ইংরেজি প্রতিশব্দ forehead, brow, fate ইত্যাদি। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে ভাল অর্থ: ললাট, কপাল, ভাগ্য, অদৃষ্ট। “ভাল আমার খারাপ, বাপে খায় গাঁজা, পুতে খায় সারাব।”
“সাগর উদাস সুর দিয়েছে বৃষ্টি দিল তাল
তুমি আমার নতুন জীবন স্বপ্ন দেউল ভাল।” (স্যমন্তক, ড. মোহাম্মদ আমীন)।
ভাল যদি হয় ভালো, রাতেও জ্বলে আলো।
‘ভালো’ শব্দের ইংরেজি প্রতিশব্দ good, fair, excellent. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, ভালো শব্দের অর্থ উত্তম (ভালো সংবাদ), শোভন (ভালো আচরণ), কল্যাণকর (ভালো উদ্যোগ), সৎ (ভালো মানুষ), দক্ষ, অভিজ্ঞ (ভালো শিক্ষক), উৎকৃষ্ট (ভালো কাপড়), সুস্থ (ভালো শরীর), মেধাবী (ভালো ছাত্র), শুভ (ভালো ঘটনা), কাম্য ( সেটিই ভালো), চড়া (ভালো দাম), প্রকৃত (ভালো নাম) প্রভৃতি।অতএব good প্রকাশে ভালো লিখুন।
“ভালো আছি, ভালো থেক
আকাশের ঠিকানায় চিঠি লিখ।” (রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ)
ভালোবাসা অর্থ love। ভালোবাসা প্রকাশে ভালবাসা না লিখে ভালোবাসা লিখুন। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ভালবাসা নেই, কেবল ভালোবাসা আছে। সবাই ভালোবাসা করে, আপনি একা একা কার সঙ্গে ভালবাসা করবেন। চলুন সবাই ভালোবাসা করি।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি– রবীন্দ্রনাথ।
কালো: black, কৃষ্ণ প্রভৃতি রং অর্থে লিখুন কালো। রবীন্দ্রনাথ যেমন লিখেছেন:
“কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেয়ের কালো হরিণ-চোখ।”
কাল: yesterday/time/ সময় অর্থে লিখুন কাল। আগামীকাল, গতকাল, সকাল, বিকাল, আজকাল প্রভৃতি।
“কাল সারা রাত ছিল স্বপনের রাত
স্মৃতির আকাশে যেন বহুদিন পর
মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ।”( বেবী নাজনীন-এর কণ্ঠে শ্রুত)
কাল শব্দের আরও কয়েকটি অর্থ আছে। যেমন: যম, মৃত্যু, অতিশয় ঠান্ডা প্রভৃতি। যেমন: কালজ্বর, কালবেলা, কালবৈশাখি, কালভৈরব, কালরাত্রি, কালনাগ।
ওই বুঝি কালবৈশাখী সন্ধ্যা-আকাশ দেয় ঢাকি ভয় কি রে তোর ভয় কারে দ্বার খুলে দিস চারধারে শোন দেখি তোর হুমকারে নাম তোরই যায় ডাকি। (রবীন্দ্রনাথ)।
সূত্র: ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পাবলিকেশন্স লি.
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা