Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
ভাষা আন্দোলনের গান কবিতা নাটক উপন্যাস ইতিহাস – Dr. Mohammed Amin

ভাষা আন্দোলনের গান কবিতা নাটক উপন্যাস ইতিহাস

ভাষা আন্দোলনের প্রথম ইতিহাস
১৯৫২ খ্রিস্টব্দের জুন মাসে ৩১/১, আজিমপুর রোড এর ঠিকানায় পাকিস্তান তমদ্দুন মজলিসের পক্ষ হতে প্রকাশিত ‘ভাষা আন্দোলনের ইতিহাস’ নামক গ্রন্থটি ভাষা আন্দোলনের প্রথম ইতিহাস গ্রন্থ।

রাষ্ট্রভাষা আন্দোলনের উপর প্রকাশিত দ্বিতীয় পুস্তিকা
১৯৫২ খ্রিষ্টাব্দে ১১ই ফেব্রুয়ারি পতাকা দিবসে “রাষ্ট্রভাষা আন্দোলন- কি ও কেন?” শিরোনামে যুবলীগ একটি পুস্তিকা প্রকাশ করে। এটি রাষ্ট্রভাষা আন্দোলন উপলক্ষ্যে প্রকাশিত প্রথম জাগরণমূলক পুস্তিকা। ড. আনিসুজ্জামান পুস্তিকাটি রচনা করেন। এরপর সর্বদলীয় সংগ্রাম পরিষদের পক্ষ হতে মোহাম্মদ তোয়াহা রচিত আরেকটি পুস্তিকা প্রকাশিত হয়। ভাষা আন্দোলনের উপর প্রকাশিত তৃতীয় পুস্তিকার নাম “আমাদের ভাষার লড়াই”। সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুবের অনুরোধে বদরুদ্দিন উমর পুস্তিকাটি রচনা করেন। উল্লেখ্য খন্দকার মোশতাক আহমদের দায়িত্বে এটি ছাপা হয়।
বায়ান্নের ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম গান
বায়ান্নের ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম গান ‘বাঙলা ভাষা আন্দোলন করিলিরে বাঙালি/ ঢাকা শহর রক্তে ভাসাইলি’। খুলনা নিবাসী কবি শামসুদ্দিন আহমদ রচিত এ গানটি বায়ান্নের ভাষা আন্দোলন স্মরণে রচিত প্রথম গান। ১৯৫৩ খ্রিষ্টাব্দের প্রথমার্ধে ২১ ফেব্রুয়ারির পূর্বে গাজীউল হক রচিত নিজামুল হক সুরারোপিত ‘ভুলব না ভুলব না, ভুলব না আর একুশে ফেব্রুয়ারি ভুলব না’ গানটি একুশে ফেব্রুয়ারির উপর রচিত দ্বিতীয় গান। আবদুল গাফফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি একুশ স্মরণে রচিত তৃতীয় গান।

একুশের শহিদদের নাম উচ্চারিত প্রথম কবিতা
হাসান হাফিজুর রহমানের ‘অমর একুশে’ কবিতা একুশের শহিদদের নাম উচচারিত প্রথম কবিতা। কবিতাটির প্রথম স্তবক ‘ সালাম, বরকত, রফিক, জব্বার কি বিষণ্ন থোকা থোকা নাম একসার জলন্ত নাম…’।

একুশের ভাষা আন্দোলনের ঘটনা নিয়ে রচিত প্রথম নাটক
বাংলা নাট্য শিল্পে ভাষা আন্দোলনের চেতনার প্রথম পথিৃকৎ মুনীর চৌধুরী। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে রচিত এবং ১৯৫৩ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি প্রকাশিত ‘কবর’ ভাষা আন্দোলনের চেতনায় লেখা প্রথম নাটক। নাটকটি আরউইন শ’র ‘ব্যারি দ্যা ডেড’ এর ছায়া অবলম্বনে রচিত। প্রসঙ্গত, ‘কবর’ নাটকে কোনো নারী চরিত্র নেই। দিয়াশলাইয়ের কাঠির আলোতে এটি প্রথম কেন্দ্রীয় কারাগারে অভিনীত হয়।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস
আহমদ ছফার ‘ওঙ্কার’,শওকত ওসমানের ‘আর্তনাদ’, জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’, সেলিনা হোসেনের ইতিহাসভিত্তিক উপন্যাস ‘নিরন্তর’ ইত্যাদি বাংলাদেশের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কয়েকটি উপন্যাস।

 

ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রবন্ধ