ভাষা আন্দোলন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মর্যাদার দাবি উত্থাপন

১৯৯৭ খ্রিষ্টাব্দে একুশের এক অনুষ্ঠানে ‘গফরগাঁও থিয়েটার’ নামক সংগঠন একুশে ফেব্রুয়ারি’র আন্তর্জাতিক মর্যাদার দাবি উত্থাপন করে। ১৯৯৯ খ্রিষ্টাব্দে একুশের সংকলনে ‘গফরগাঁও থিয়েটার’ তাদের দাবি পুনর্ব্যক্ত করে। ‘অর্ঘ’ নামের সংকলনটিতে একুশের আন্তর্জাতিক মর্যাদা দাবির সপক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ ছাড়াও প্রচ্ছদে ‘বিশ্ব মাতৃভাষা দিবস চাই; ‘একুশের আন্তর্জাতিক স্বীকৃতি চাই’ প্রভৃতি শ্লোগান মুদ্রিত করা হয়। উল্লেখ্য, ভাষা-শহিদ জব্বারের জন্মস্থান গফরগাঁও।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা
১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৬ নভেম্বর একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।

 

ভাষা কমিটি বাংলা একাডেমি ও বাংলা উন্নয়ন বোর্ড

Language
error: Content is protected !!