ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারি নিয়ে কবিতা

ভাষা আন্দোলনের প্রথম কবিতা
সতের শতকের কবি আবদুল হাকিমকে ভাষা আন্দোলনের প্রথম কবি বলা যায়। তাঁর লেখা বিখ্যাত কবিতা–

“যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী 

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুড়ায়

নিজ দেশ ত্যাগি কেন বিদেশ ন যায়…”

কবিতাটি  মাতৃভাষা বাংলার উপর বাংলা ভাষা অবহেলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লেখা প্রথম কবিতা।

একুশে ফেব্রুয়ারি স্মরণে রচিত প্রথম কবিতা
১৯৫২ খ্রিষ্টাব্দের ২২ শে ফেব্রুয়ারি চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের আহবায়ক চট্টগ্রাম নিবাসী কবি মাহবুবুল আলম রচিত ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি বাংলা ভাষা আন্দোলনে সংঘটিত ২১ ও ২২ শে ফেব্রুয়ারির নৃশংস ঘটনা স্মরণে রচিত প্রথম কবিতা।
ভাষা আন্দোলনের উপর রচিত দ্বিতীয় ও তৃতীয় কবিতা
আলাউদ্দিন আল আজাদ লিখিত ‘স্মৃতির মিনার’ নামক কবিতাটি শহিদ মিনার ধ্বংসের প্রতিক্রিয়া ও প্রতিবাদ স্বরূপ লেখা প্রথম এবং ভাষা আন্দোলনের উপর লেখা ২য় কবিতা। কবিতাটির প্রথম চারটি লাইন হচ্ছে-
‘স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু আমরা এখানো
চার কোটি পরিবার
খাড়া রয়েছি তো! যে ভিৎ কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে…’।
১৯৫২ খ্রিষ্টাব্দের ২৬ শে ফেব্রুয়ারি ঢাকার প্রথম শহিদ ‘স্মৃতিস্তম্ভ’ ভাঙার দিন রচিত হয়েছিল। সে হিসেবে এটি ভাষা আন্দোলনের উপর রচিত দ্বিতীয় কবিতা। ১৯৫২ খ্রিষ্টাব্দের ১ মার্চ লুতফুর রহমান জুলফিকারের লেখা সুদীর্ঘ ৬৩ পঙ্ক্তির ‘রক্তের ডাক’ নামক কবিতাটি ভাষা আন্দোলনের উপর লেখা তৃতীয় কবিতা।

 

বাংলা ভাষার প্রশস্তি গেয়ে রচিত প্রথম কবিতা

Language
error: Content is protected !!